ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা: ট্রাম্পের প্রতিশ্রুতি
https://parstoday.ir/bn/news/event-i147042-ভারতের_কাছে_এফ_৩৫_যুদ্ধবিমান_বিক্রি_করবে_আমেরিকা_ট্রাম্পের_প্রতিশ্রুতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ চলতি বছরে ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। ভারত আমেরিকার কাছ থেকে যেসব যুদ্ধাস্ত্র সংগ্রহ করবে সেসবের মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমান পর্যন্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১৪:৫১ Asia/Dhaka
  • ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে আমেরিকা: ট্রাম্পের প্রতিশ্রুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ চলতি বছরে ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। ভারত আমেরিকার কাছ থেকে যেসব যুদ্ধাস্ত্র সংগ্রহ করবে সেসবের মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমান পর্যন্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করে ট্রাম্প। তিনি বলেন, চলতি বছর থেকে আমরা ভারতের কাছে সমরাস্ত্র বিক্রির পরিমাণ কয়েকশ’ কোটি ডলার বৃদ্ধি করব।

ট্রাম্প বলেন, “আমরা একইসঙ্গে ভারতের কাছে রাডার ফাঁকি দিতে সক্ষম এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির করার পথও সুগম করতে যাচ্ছি।”

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বলেন, তার সরকার ‘ভারতকে আবার মহান করো’ বা এমআইজিএ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ট্রাম্পের প্রথমবারের শাসনামলেও তার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি এমন সময় আমেরিকা সফরে গেলেন, যখন বাণিজ্যিক অংশীদার দেশগুলো থেকে আমেরিকার আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে, তাদের পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অনেক বেশি পণ্য দেশটিতে রপ্তানি করে ভারত। শুল্ক নিয়ে ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলো এড়াতে ভারতের কেন্দ্রীয় বাজেটে শুল্ক গড়ে ১৩ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৫