ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে রাশিয়ার ওপর ইইউ'র নতুন নিষেধাজ্ঞা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বার্ষিকীতে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ১৬তম দফায় নিষেধাজ্ঞার প্যাকেজ আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং 'সামরিক-শিল্প কমপ্লেক্স'কে টার্গেট করা হয়েছে।
ইউক্রেন সংঘাত যখন চতুর্থ বছরে পদার্পণ করছে তখন ইইউ নেতারা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইউক্রেনকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন।
তারা জোর দিয়ে বলেন যে, নিষেধাজ্ঞাগুলো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে এবং সংঘাত অবসানের লক্ষ্যে চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, তিন বছর ধরে রাশিয়া ইউক্রেনে বোমা হামলা চালিয়ে আসছে এবং এমন জমি দখল করার চেষ্টা করেছে যা তাদের দখল করার কথা নয়। এই নতুন দফার নিষেধাজ্ঞা রাশিয়ার তেল খাতকে লক্ষ্য করে দেয়া হয়েছে। তবে তাদেরও টার্গেট করা হবে যারা রাশিয়ার তেল ট্যাঙ্কার পরিচালনায় সহযোগিতা দেবে, ড্রোন চালানোর জন্য ব্যবহৃত ভিডিও গেম কন্ট্রোলার সরবরাহ করবে, আমাদের দেয়া নিষেধাজ্ঞা পাশ কাটাতে যেসব ব্যাংক ব্যবহার করা হবে এবং মিথ্যা প্রচারণার জন্য যেসব প্রচারণা প্রতিষ্ঠান নিয়োজিত থাকবে।#
পার্সটুডে/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।