আসাদের পতনের পর এই প্রথম সিরিয়ার গভীরে প্রবেশ করল ইসরাইলি সেনারা
(last modified Tue, 04 Mar 2025 05:38:08 GMT )
মার্চ ০৪, ২০২৫ ১১:৩৮ Asia/Dhaka
  • আসাদের পতনের পর এই প্রথম সিরিয়ার  গভীরে প্রবেশ করল ইসরাইলি সেনারা

দখলদার ইসরাইলি সৈন্যরা সিরিয়ার কুনেইত্রা প্রদেশের নতুন এলাকায় প্রবেশ করেছে।

ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি সৈন্যদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মাশারা শহরে অবস্থান নিয়েছে।

হেলিকপ্টার এবং ড্রোনসহ এই এলাকায় প্রবেশ করে ইসরাইলি সেনারা মাশারা এবং আল-তাইহা শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, দখলদার বাহিনী দারা এবং কুনেইত্রা প্রদেশের সীমান্তবর্তী তাল আল-মাল এলাকায়ও পৌঁছে গেছে।

বাশার আল-আসাদ সরকারের পতনের পর এটিই সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরাইলি সোদের অনুপ্রবেশের ঘটনা।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরাইলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করেছে এবং দারা ও কুনেইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে।

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের অব্যাহত সামরিক তৎপরতা এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর উগ্র ও আক্রমণাত্মক বক্তব্যের কথা উল্লেখ করে বিশ্লেষকরা একে এই অঞ্চলে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা বলে মনে করছেন।

তাদের মতে, এটা স্পষ্ট যে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে দক্ষিণ লেবানন এবং সিরিয়ায় দখলদারিত্ব বজায় রেখে গাজা এবং পশ্চিম তীরে তার ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।