ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য:
ইরান নিরাপত্তা কিনে না বরং নিরাপত্তা নির্মাণ করে
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান নিরাপত্তা কিনে না বরং নিরাপত্তা নির্মাণ করে।
হোয়াইট হাউজে বিশৃঙ্খলা ও বিশ্ব রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি শীর্ষক এক নোটে তিনি এই মন্তব্য করেছেন।
আরাকচি লিখেছেন, প্রকৃত নিরাপত্তা অঞ্চলের বাইরে থাকা দূরবর্তী শক্তিগুলোর মদদে অর্জন করা সম্ভব নয় বরং ঘরোয়া শক্তি ও সামর্থ্য দিয়ে এবং জাতীয় সক্ষমতাগুলো ও জনগণের ওপর নির্ভরতার মাধ্যমেই অর্জন করতে হয়।
তিনি আরও লিখেছেন, আমরা সমর্থন বা সহায়তার জন্য অন্যদের ওপর নির্ভরশীল নই বরং নিজস্ব জ্ঞান, শক্তি ও সক্ষমতাগুলোর ওপর নির্ভর করেই আমরা রক্ষা করি আমাদেরকে। তিনি ইসলামী ইরানের স্বাধীনতা রক্ষার জন্য ঘরোয়া শক্তি জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইরানকে সেদিকেই যেতে হবে যেদিকে রয়েছে এর জাতীয় স্বার্থ।
পাশ্চাত্যের ওপর মার্কিন কর্তৃত্বপনা বা সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার একাধিপত্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলেও আরকচি উল্লেখ করেন। ইউক্রেন মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে মার্কিন নীতির বিরোধিতা শুরু করে নতুন সমীকরণ সৃষ্টি করছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার নোটে উল্লেখ করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।