৬০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়
https://parstoday.ir/bn/news/event-i147732-৬০_ভাগ_ইসরাইলি_নেতানিয়াহুর_পদত্যাগ_চায়
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় ইসরাইলের শতকরা ৬০ ভাগ মানুষ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০২৫ ১১:০৮ Asia/Dhaka
  • ৬০ ভাগ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চায়

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায় ইসরাইলের শতকরা ৬০ ভাগ মানুষ।

টেলিভিশন জরিপ অনুসারে, আজ নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচণ্ড ধাক্কা খাবে।

চ্যানেল টুয়েলভের খবরে বলা হয়েছে, এখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২৪ আসন, বেনেটের দল ২৪, ইয়েশ আতিদ ১১, দ্যা ডেমোক্র্যাটস ১০, ন্যাশনাল ইউনিটি ৯, শাস ৯, ইউনাইটেড তোরাহ জুদাইজম আট, ইসরায়েল বেইতেনু আট, ওজমা ইহুদিত সাত, হাদাশ-তা'ল পাঁচ, রা'ম পাঁচ এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি চারটি আসন জিতবে

১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুপন্থী জোট মাত্র ৪৮ আসন পাবেটেলিভিশন নেটওয়ার্কের আগের জরিপে বলা হয়েছিল নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫১ আসন পাব কিন্তু এখন তা আরো নেমে গেছে।  

জরিপে নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে বেশি উপযুক্ত তা নিয়ে জনমত নেয়া হয়েছে। এতে দেখা যায়- বেনেটই একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছেন ৩৬ শতাংশ উত্তরদাতা বেনেটকে সমর্থন করেছেন, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে ৩৪ শতাংশ মানুষ।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।