তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব: শুভেন্দু অধিকারী
https://parstoday.ir/bn/news/event-i147934-তৃণমূলের_মুসলিম_বিধায়কদের_চ্যাংদোলা_করে_রাস্তায়_ছুড়ে_ফেলব_শুভেন্দু_অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১১, ২০২৫ ১৯:২৫ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী
    শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। 

২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দেওয়ার পর তিনি বলেন, ”ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।”

পশ্চিমবঙ্গ বিধানসভায় গতকালের পর আজও সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধীদল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবের ওপর আলোচনার দাবি করেছিলেন। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাবকে ‘অপ্রাসঙ্গিক’ বলে তা খারিজ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভেতরে পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পাশাপাশি কাগজও ছোড়া হয়।

স্পিকার এসব করতে নিষেধ করলে ওয়াকআউট করে বিধানসভার বাইরে এসে প্রতিবাদে শামিল হন তারা। এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলীয়নেতা তৃণমূল সরকারকে ‘সাম্প্রদায়িক সরকার’, ‘সাম্প্রদায়িক পুলিশ’ এবং ‘মুসলিম লিগ টু’ বলে আক্রমণ করেন। তার অভিযোগ, বাংলায় হিন্দুদের ওপর অন্যায় হচ্ছে, অথচ প্রশাসন নীরব। দিল্লিতে কেজরিওয়ালের সরকারের পতনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, বাংলাতেও একই ঘটনা ঘটবে।#

পার্সটুডে/এমএআর/১১