মোদির নিরাপত্তায় ত্রুটি, বিক্ষোভের জেরে ২০ মিনিট আটকে থাকল কনভয়, কর্মসূচি বাতিল
https://parstoday.ir/bn/news/india-i102152-মোদির_নিরাপত্তায়_ত্রুটি_বিক্ষোভের_জেরে_২০_মিনিট_আটকে_থাকল_কনভয়_কর্মসূচি_বাতিল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবে সড়ক অবরোধ ও বিক্ষোভের জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন। ওই ঘটনাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটি বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ০৫, ২০২২ ১৯:২৪ Asia/Dhaka
  • মোদির নিরাপত্তায় ত্রুটি, বিক্ষোভের জেরে ২০ মিনিট আটকে থাকল কনভয়, কর্মসূচি বাতিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবে সড়ক অবরোধ ও বিক্ষোভের জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছেন। ওই ঘটনাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ত্রুটি বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে আগেভাগেই পাঞ্জাব সরকারকে বিস্তারিত জানানো হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল রাজ্য সরকারের। রাস্তায় কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকারের পুলিসের উচিত ছিল  অতিরিক্ত বাহিনী মোতায়েন করা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে তাঁকে পুনরায় ভাতিন্ডা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।

ইতোমধ্যেই, কংগ্রেসশাসিত পাঞ্জাব সরকারের কাছে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্য প্রশাসনকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির দাবি, আগাম না জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় সড়কপথে চলে আসাতেই ওই ঘটনা ঘটেছে৷ তাঁর আরও দাবি, অবরোধ তুলে নেওয়ার জন্য বিক্ষোভকারীদের অনুরোধ করেছিলেন তিনি৷

আজ (বুধবার) পাঞ্জাবের ফিরোজপুরের হুসাইনিওয়ালায় শহীদদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর পাশাপাশি, ফিরোজপুরের একটি সভাতেও তাঁর বক্তব্য রাখার কথা ছিল।  কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারের পরিবর্তে ভাতিন্ডা বিমানবন্দর থেকে সড়কপথেই রওয়ানা দেয় প্রধানমন্ত্রীর কনভয়। কমপক্ষে দু’ঘণ্টার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছনোর কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু নির্ধারিত গন্তব্যস্থলের তিরিশ কিলোমিটার আগেই একটি উড়ালপুলের উপরে আচমকা অবরোধ ও বিক্ষোভের জেরে আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। ওই অবরোধের জেরে কমপক্ষে ১৫/২০ মিনিট ধরে উড়ালপুলের উপরেই আটকে থাকেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে সেখান থেকে তাঁকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা ফিরিয়ে নিয়ে যান। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পঞ্জাব পুলিশের মহানির্দেশকেরর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয় ওই সিদ্ধান্ত। নিরাপত্তায় গাফিলতির জন্যই ওই ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্র  মন্ত্রণালয় জানিয়েছে। 

গণমাধ্যমে প্রকাশ,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ভাতিন্ডা বিমানবন্দরে ফিরে আসছিলেন, তখন তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে এক বার্তায় পাঞ্জাবের  মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে টার্গেট করে বলেন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন আমি ভাতিন্ডা বিমানবন্দর পর্যন্ত জীবিত ফিরে আসতে পেরেছি। #

 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।