ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ: মোদি সরকারের সমালোচনা করল কংগ্রেস
-
অধীর রঞ্জন চৌধুরী ও মোদি
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরতে দুর্ভোগের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, এই সরকার ইলেকশন মোডে থাকায় ছাত্র-ছাত্রীরা এত বিপদের মধ্যে আছে।
তিনি আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন থেকে ছাত্রদের উদ্ধারে মনোযোগী হওয়ার পরিবর্তে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বিরোধী নেতা-নেত্রীদের অভিযোগ। কেন্দ্রীয় সরকার অবশ্য ছাত্রদের উদ্ধারে যথেষ্ট তৎপর ও কার্যকর ভূমিকা গ্রহণ করেছে বলে জানিয়েছে।
পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি ও সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘সারা বিশ্ব দেখছে যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অদ্ভুত কারণে সেখান থেকে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা হল না! এখন চারটে মন্ত্রী পাঠানো হয়েছে, সেই মন্ত্রীরা কার সঙ্গে কার সঙ্গে গল্প করছেন, কোথায় বসছেন তা নিয়ে প্রতিদিন টিভিতে তার প্রচার চলছে। কিন্তু এরইমধ্যে দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে। আমরা সব তথ্য জানি না। সব তথ্য বলা হচ্ছে না, তথ্য গোপান করা হচ্ছে। কিন্তু ঢাক বাজিয়ে ‘অপারেশন গঙ্গা’র প্রচার চলছে।’
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ নামের কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তাদের উদ্ধারে তদারকি করতে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোতে পাঠানো হয়েছে চার মন্ত্রীকে।
এদিকে, ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের পণবন্দি করার খবরের বিষয়ে রাশিয়ার অভিযোগ খারিজ করেছে নয়াদিল্লি। আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রনের ভারতীয় দূতাবাস সেখানকার ভারতীয় নাগরিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। গতকাল (বুধবার) অনেক ভারতীয় শিক্ষার্থী খারকিভ শহর ছেড়ে চলে গেছেন। কিন্তু কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি।’ ভায়তীয় শিক্ষার্থীদের দেশে ফেরানোর বিষয়ে ইউক্রেন সরকারের উদ্যোগের প্রশংসাও করা হয়েছে ওই বিবৃতিতে।
গতকাল (বুধবার) রাতে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন সেনার বিরুদ্ধে ভারতীয় শিক্ষার্থীদের পণবন্দি করার অভিযোগ তোলা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হতেই আজ মাঠে নামেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি যোগাযোগ মাধ্যমে এক বার্তায় কাউকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি বলে জানান। তিনি এটিকে ‘ইউক্রেনে ভারতীয় ছাত্রদের পণবন্দি করার খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে আমাদের প্রতিক্রিয়া’ বলে মন্তব্য করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।