ভারতে উত্তর প্রদেশের নয়ডার কারখানায় সব ওষুধ তৈরি বন্ধ
https://parstoday.ir/bn/news/india-i117822-ভারতে_উত্তর_প্রদেশের_নয়ডার_কারখানায়_সব_ওষুধ_তৈরি_বন্ধ
ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮টি শিশু মৃত্যুর অভিযোগের জেরে উত্তর প্রদেশের নয়ডার কারখানায় সব ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২২ ১৮:২৫ Asia/Dhaka
  • ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য
    ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য

ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮টি শিশু মৃত্যুর অভিযোগের জেরে উত্তর প্রদেশের নয়ডার কারখানায় সব ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ (শুক্রবার) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কনট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তল্লাশি চালায়। এরপরেই গতকাল (বৃহস্পতিবার) রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সব ওষুধের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।   

ম্যারিয়ন বায়োটেকের অন্যকম শীর্ষকর্তা হাসান হ্যারিস বলেছেন, তারা তদন্তকারীদের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।রিপোর্ট না আসা পর্যন্ত তারা সব ধরনের ওষুধের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।  

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল   অর্গানাইজেশন’ এবং সে রাজ্যের ‘ড্রাগ কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্সিং অথরিটি’র যৌথ বিশেষজ্ঞ তদন্তকারী দল অভিযোগের সত্যতা যাচাই করার পরেই নয়ডার ওই সংস্থাকে সংশ্লিষ্ট ওষুধগুলো উৎপাদনের ছাড়পত্র বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার তদন্তকারী দলের সদস্যরা নয়ডার ওই কারখানা ঘুরে দেখেন। গত (বুধবার) উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বলেছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এ পর্যন্ত ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ বেশ কয়েক জন। ২০১২ সালে উজবেকিস্তানে নাম নথিভুক্ত করিয়েছিল ম্যারিয়ন বায়োটেক। তাদের সরবরাহ করা সর্দি-কাশির সিরাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উজবেকিস্তান সরকার। উজবেকিস্তান সরকার ভারত সরকারের কাছে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। এ ধরণের অভিযোগের জেরে উত্তর প্রদেশের নয়ডার সংশ্লিষ্ট কারখানায় সব ওষুধ তৈরি বন্ধ করে দেওয়া হলো। #  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন