জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে কর্মকর্তাসহ নিহত ৩
https://parstoday.ir/bn/news/india-i118332
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার মছিল সেক্টরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং সেনাবাহিনীর অন্য দুই জওয়ান নিহত হয়েছেন।     
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১২, ২০২৩ ১০:০৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে কর্মকর্তাসহ নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার মছিল সেক্টরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং সেনাবাহিনীর অন্য দুই জওয়ান নিহত হয়েছেন।     

নিহতরা হলেন, জম্মুর বাসিন্দা নায়েব সুবেদার পুরুষোত্তম কুমার (৪৩)। এছাড়া রয়েছেন হিমাচল প্রদেশের মান্দওয়ারা গ্রামের বাসিন্দা হাবিলদার অমরিক সিং  (৩৯)। এবং হিমাচল প্রদেশের জওয়ান অমিত শর্মা (২৩)।

নিহত তিনজন জওয়ানই ডোগরা রেজিমেন্টের ১৪তম ব্যাটালিয়নের সদস্য। গতকাল (বুধবার) সেনা সূত্রে প্রকাশ, নিহত তিন সেনার মধ্যে ১ জন ‘জেসিও’ (জুনিয়র কমিশনড অফিসার) এবং ০২ ‘ওআর’ রয়েছেন। বলা হচ্ছে এই সেনারা যে এলাকায় খাদে পড়েছিলেন সেটি তুষারময় এলাকা। তারা মছিল সেক্টরে নিয়মিত টহলদারি চালানোর সময়ে ফরোয়ার্ড পোস্টের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়েন। জানা গেছে, সেনাবাহিনীর গাড়িটি বরফে ঢাকা রাস্তা পার হওয়ার সময় ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার পরপরই, অন্যান্য জওয়ানদের সাথে নিকটস্থ সেনা চৌকির জওয়ানরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। বুধবার তাদের লাশ উদ্ধার করা হয়। 

এর আগে গত নভেম্বর মাসেও কুপওয়াড়ার মছিল সেক্টরে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেসময়ে তুষারধসে তিন সেনা নিহত হয়েছিলেন। কুপওয়াড়া পুলিশ আলমোড়া ফাঁড়ির কাছে তুষারধসের কবলে পড়ে কর্তব্যরত অবস্থায় ৫৬ আরআর-এর ৩ জন জওয়ানের মৃত্যুর কথা জানিয়েছিল। ওই দুর্ঘটনায় সৌভিক হাজরা, মুকেশ কুমার এবং মনোজ লক্ষ্মণ রাও নামে তিনি সেনা জওয়ান নিহত হয়েছিলেন।#  

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১২