পুঞ্চে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরে যাওয়ায় ৫ জওয়ান নিহত, শোক রাজনাথের
জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরে যাওয়ায় পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও সেনা উপস্থিত রয়েছে এবং জওয়ানদের হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজনও জড়ো হয় এবং তারাও সেনা সদস্যদের সাহায্য করে। সেনাবাহিনীর গাড়িতে আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা অনেক দূর থেকে দেখা গেছে। এ কারণেই আগুনে পুড়ে পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনী তদন্ত করছে। বর্তমানে আহত সেনাদের তাৎক্ষণিক চিকিৎসার দিকে নজর দিচ্ছে সেনাবাহিনী।
এর আগে ওই ঘটনায় দুই জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেলেও কিছুক্ষণের মধ্যেই চার জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। এখন এই সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর গাড়িতে অগ্নিকাণ্ড ও জওয়ানদের মৃত্যুর ঘটনায় সেনাবাহিনীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
প্রাথমিকভাবে বজ্রপাতের কারণে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরে যায় এবং এরফলে অগ্নিদগ্ধ হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। কিছু জওয়ানের আহত হওয়ার খবরও রয়েছে। এ নিয়ে স্থানীয় লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
পুঞ্চ জেলায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এই ট্র্যাজেডিতে তিনি মর্মাহত। যেখানে একটি ট্রাকে আগুন লেগে ভারতীয় সেনাবাহিনী তার সাহসী সৈন্যদের হারিয়েছে। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।