'কেন্দ্রীয় সরকার ধর্মের নামে ভারতের বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে'
(last modified Wed, 26 Apr 2023 11:44:57 GMT )
এপ্রিল ২৬, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • 'কেন্দ্রীয় সরকার ধর্মের নামে ভারতের বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে'

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ধর্মের নামে ভারতের বিস্তীর্ণ এলাকা দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার।

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (বুধবার) কুচবিহার জেলার ঘুঘুমারি হোমিওপ্যাথি কলেজ গ্রাউন্ডে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র  সমালোচনা করে বলেন, ‘২০১৯ সালে ধর্মের নামে ভোট হয়েছিল। আজকে চারিদিকে ধর্মের নামে নৈরাজ্য, ধর্মের নামে অস্থিরতা, ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অস্ত্রের ঝনঝনানি, ধর্মের নামে মৃত্যু মিছিল, ধর্মের নামে উল্লাস মঞ্চ, ধর্মের নামে জল্লাদ মঞ্চ, ধর্মের নামে দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চলে পরিণত করেছে ভারতের বিস্তীর্ণ এলাকা এই কেন্দ্রের সরকার।’

তিনি বলেন, ‘আপনারা ধর্মের নামে ভোট দিয়েছিলেন, আপনারা রাম মন্দিরের নামে ভোট দিয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন মোদীজির ৫৬ ইঞ্চি ছাতি দেখে। কিন্তু আজকে কী দেখছেন? আপনার বাড়িতে ছাদ নেই, আপনার পাড়ার রাস্তার টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে। কিন্তু রাম মন্দির হচ্ছে। আগামীদিন ধর্মের নামে ভোট নয়, মন্দির-মসজিদ-গুরুদোয়ারা-চার্চের নামে ভোট নয়। ভোট মানুষের ন্যায্য অধিকারকে সামনে রেখে করতে হবে।’

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বাড়ির টাকা (আবাস যোজনা) কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, রাস্তা নির্মাণের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। একশো দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে একমাত্র বাংলায়। আর কোথাও টাকা আটকে নেই। কারণ ওরা ভোটে হেরেছে সেজন্য এসব টাকা আটকে রেখেছে।’

‘ধর্মের ভিত্তিতে ভোট হলে আগামীদিনে ধর্মের ভেদাভেদ হবে। কিন্তু উন্নয়নের ভিত্তিতে ভোট দিলে উন্নয়ন হবে’ বলেও মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৬

ট্যাগ