জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় কর্নেল, মেজর, ডিএসপিসহ নিহত ৫
(last modified Thu, 14 Sep 2023 13:08:46 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে গেরিলা হামলায় কর্নেল, মেজর, ডিএসপিসহ নিহত ৫

জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে তিন কর্মকর্তা এবং দুই জওয়ান নিহত হয়েছেন। এছাড়া একজন জওয়ান নিখোঁজ রয়েছেন।নিহত কর্মকর্তাদের মধ্যে একজন সেনা কর্নেল, একজন মেজর এবং পুলিশের একজন ডিএসপি রয়েছেন।

গতকাল (বুধবার) অনন্তনাগে তল্লাশি অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ করে গেরিলারা। এতে কর্নেল মনপ্রীত সিং, ব্যাটেলিয়ান কমান্ডিং মেজর আশিস ধোনক, পুলিশের ডিএসপি মহাম্মদ হুমায়ুন মুজাম্মিল ভাট এবং এক সেনা জওয়ান নিহত হন। ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে রাজৌরিতে সংঘর্ষ হয়েছিল। সাম্প্রতিককালে এভাবে একসঙ্গে নিরাপত্তা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে মনে করছেন ওয়াকিফহাল মহল।

 সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, একজন জওয়ান নিখোঁজ রয়েছেন। সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, গত (মঙ্গলবার) রাজৌরিতে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে একজন জওয়ান এবং দুই গেরিলা নিহত হয়েছিল। এখানে তল্লাশির সময় কেন্ট নামে একটি সেনা কুকুরও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

 এদিকে, গতকাল (বুধবার) রাতে বাডগাম জেলায় জম্মু-কাশ্মীর পুলিশের নিহত ডিএসপি মহাম্মদ হুমায়ুন মুজাম্মিল ভাটকে দাফন করা হয়েছে। এর আগে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং ডিজিপি দিলবাগ সিং তাকে শ্রদ্ধা জানান। উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান আবারও এই অঞ্চলে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন- পাকিস্তান উপত্যকায় শান্তি বিঘ্নিত করতে সীমান্তের ওপার থেকে কট্টরপন্থি বন্দুকধারীদের পাঠানোর চেষ্টা করছে। তবে আমরা পাকিস্তানকে তার ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেবো না।

জানা গেছে, কর্নেল মনপ্রীত সিং ১৯ রাষ্ট্রীয় রাইফেল্স ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময়ে তার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে গেরিলারা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কর্নেলের দেহ। সেনা ও পুলিশ কর্মকর্তার হত্যার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি গেরিলা গোষ্ঠী। হামলাকারীদের খোঁজে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

সেনাবাহিনীর সাবেক জেনারেল ভিকে সিং এক বার্তায় বলেছেন, ভারতীয় সেনা পদক প্রাপ্ত কর্নেল মনপ্রীত সিং কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় নিহত হয়েছেন। এই মর্মান্তিক খবরে শোকাহত দেশ। শহীদ কর্নেল মনপ্রীত সিং-এর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমি এই কঠিন সময়ে তার পরিবারকে শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।   #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।