বিজেপির একটি পতাকাও থাকবে না: উদয়ন গুহ
https://parstoday.ir/bn/news/india-i128260-বিজেপির_একটি_পতাকাও_থাকবে_না_উদয়ন_গুহ
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ তৃণমূলের পতাকা খুলে নেয় তাহলে বিজেপির একটি পতাকাও থাকবে না।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১৯:১০ Asia/Dhaka
  • বিজেপির একটি পতাকাও থাকবে না: উদয়ন গুহ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কেউ তৃণমূলের পতাকা খুলে নেয় তাহলে বিজেপির একটি পতাকাও থাকবে না।

গতকাল (রোববার) সন্ধ্যায় কুচবিহারের দিনহাটার রানিরহাটে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। দিনহাটার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এ প্রসঙ্গে বলেন, ‘একাধিক এলাকায় তৃণমূলের পতাকা খুলে নেওয়া হচ্ছে। কেউ যদি তৃণমূলের একটা পতাকা খোলে, সেই এলাকায় একটিও বিজেপির পতাকা থাকবে না। আমরা হাতে চুড়ি পরে বসে নেই!’   

এ প্রসঙ্গে আজ (সোমবার) রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য  মন্ত্রী উদয়ন গুহকে কার্যত কাপুরুষ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘ রাজনীতির আঙিনায়  যে মানুষ যত বেশি হুমকি দেয়, সে তত বেশি কাপুরুষ! সে তত বেশি ভীত সন্ত্রস্ত। উদয়ন গুহকে মানুষ চেনে। উদয়ন গুহর অতীত মানুষ জানে। বামফ্রন্ট আমলে কী করেছিলেন, সেটাও মানুষ জানে। তৃণমূলের ভয়ে লেজ গুঁটিয়ে তৃণমূলে  ঢুকে পড়েছে, সে কত বড় বীর তা মানুষের জানা আছে। যেদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে না, সেদিন আর আপনি ওনাকে দিনহাটায় দেখতে পাবেন না। সেদিন দেখবেন সল্টলেকে নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করেছেন।’

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর কুচবিহারের দিনহাটা ২ ব্লকের রানিরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সভার পাল্টা জবাব দিতে গতকাল (রোববার) সন্ধায় একই মাঠে সভা করে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক রাজ্যের মন্ত্রী ও বিধায়ক উদয়ন গুহর নাম না করে তাকে ফুটো মস্তান, দিনহাটার গব্বর ইত্যাদি বলে কটাক্ষ করেছিলেন।

গতকাল সন্ধ্যায় তৃণমূলের সমাবেশে দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দলের দিনহাটা ২ ব্লক কমিটির সভাপতি দীপককুমার ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি অতুল সরকারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮