জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার আশা করিনি: ওমর আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i134874-জম্মু_কাশ্মীর_থেকে_৩৭০_ধারা_বাতিল_হওয়ার_আশা_করিনি_ওমর_আব্দুল্লাহ
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ বলেছেন, তারা আশা করেননি যে রাজ্য থেকে ৩৭০ ধারা বাতিল হবে। আজ (শনিবার) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহ
    ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লাহ বলেছেন, তারা আশা করেননি যে রাজ্য থেকে ৩৭০ ধারা বাতিল হবে। আজ (শনিবার) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন।

ওমর আব্দুল্লাহ বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের আগে এবং পরে  আমরা নিজের দেশেই ঘরে বন্দি ছিলাম, আমার পরিবারকে গৃহবন্দী করা হয়েছিল। আমাদের সব ফোন বন্ধ ছিল। তার অভিযোগ- তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। ২০১৯ সালের ৫ আগস্ট তারা বাড়িতে তালাবদ্ধ ছিলেন। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের আগে এবং পরে, তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এটা তারা মোটেও আশা করেননি বলে মন্তব্য করেন ওমর আব্দুল্লাহ। ওমর বলেন, আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করেছি, কিন্তু এ সময়ে আমাদেরকে জনগণের মধ্যে বের হতে দেওয়া হয়নি।

৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে ওমর আব্দুল্লাহ বলেন, যখন এটি বাতিল করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে ৩৭০ ধারার কারণে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ হয়েছে। কিন্তু আজ এটি বাতিলের ৫ বছর পরেও বিচ্ছিন্নতাবাদীদের পকেট এখনও ভরা হচ্ছে। তারা আশা করেননি যে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হবে। তৎকালীন রাজ্যপালের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তার পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে, জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল করার কোনও পরিকল্পনা নেই। কিন্তু তাসত্ত্বেও এটি ঘটেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের মুসলিম প্রধান জম্মু-কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে কেন্দ্রীয় সরকার। একে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দু’টি পৃথক  কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। ওই ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীরের নিজেদের সংবিধান ও আলাদা পতাকার অধিকার দেয়া হয়েছিল। ওই ধারা বাতিলের পর সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষজন।            

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।