হুঁশিয়ারি অমিত শাহ'র ‘উলটে ঝুলিয়ে সোজা করা হবে’
https://parstoday.ir/bn/news/india-i136496-হুঁশিয়ারি_অমিত_শাহ'র_উলটে_ঝুলিয়ে_সোজা_করা_হবে’
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সন্দেশখালি এবং ভূপতিনগর ইস্যুতে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৪ ১৫:৫৮ Asia/Dhaka
  •  হুঁশিয়ারি অমিত শাহ'র ‘উলটে ঝুলিয়ে সোজা করা হবে’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সন্দেশখালি এবং ভূপতিনগর ইস্যুতে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।

আজ (বুধবার)  বালুরঘাটের নির্বাচনি সভা থেকে তিনি ঐ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন, তাঁদের শাস্তি হবেই। উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।” ২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা (Bhupatinagar Blast) বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতাদের হাত আছে বলে অভিযোগ ওঠে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআইএর বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। সন্দেশখালি ইস্যুতে  তিনি অভিযোগ করে বলেন, তৃণমূলের গুন্ডারা সেখানে মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে অথচ মমতা দিদি চুপ করে থেকেছেন সামান্য ভোটব্যাঙ্কের জন্য

এদিকে, পশ্চিমবঙ্গ থেকে  বিজেপি কত আসন পাবে তা নিয়ে বিভ্রান্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরখানেক আগে তিনি ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন। মাস কয়েক আগে সেটা ২৫ এ নামিয়ে আনেন। এখন আবার বলেছেন, বাংলায় ৩০ আসন চাই। তবে রাজনৈতিক মহল বলছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই জানেন না পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান কি এবং কত আসন পেতে পারে!#

পার্সটুডে/জিএআর/১০