নেপালের হোটেলে শ্বাসরুদ্ধ হয়ে শিশুসহ ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু
জানুয়ারি ২১, ২০২০ ২০:৫৬ Asia/Dhaka
নেপালের একটি হোটেলে শ্বাসরুদ্ধ হয়ে চার শিশুসহ আট ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার হোটেলের ওই কক্ষ গরম রাখতে তারা গ্যাস-হিটার ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। রাজধানী কাঠমান্ডুর দক্ষিণের পর্বতময় রিসোর্ট দামানের একটি হোটেলে উঠেছিলেন পর্যটকরা।
সেখান থেকে হিমালয়ের মনোরম দৃশ্য দেখা যায়। পুলিশ কর্মকর্তা হবিন্দ্র বোগাতি বলেন, “তারা কক্ষ গরম রাখতে গ্যাস হিটার চালু করেছিলেন। সম্ভবত এ থেকেই শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন।” অবশ্য ওই দলে থাকা আরো সাত পর্যটক অক্ষত আছেন বলে জানিয়েছেন তিনি।
বদ্ধ ঘরে নিয়ম না মেনে গ্যাস হিটার ব্যবহারে প্রতি বছর বিশ্বে বহু মানুষের প্রাণহানি ঘটে।#
পার্সটুডে/এসএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ