আম্পানে ক্ষয়ক্ষতি: পশ্চিমবঙ্গের জন্য হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদির
https://parstoday.ir/bn/news/india-i80106-আম্পানে_ক্ষয়ক্ষতি_পশ্চিমবঙ্গের_জন্য_হাজার_কোটি_টাকার_প্যাকেজ_ঘোষণা_মোদির
ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) আম্পানের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনের পরে প্যাকেজের কথা ঘোষণা করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ২২, ২০২০ ১৯:০৯ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য এক হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (শুক্রবার) আম্পানের ক্ষয়ক্ষতি দেখতে পশ্চিমবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনের পরে প্যাকেজের কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কুলতলি, ডায়মন্ড হারবারসহ বিভিন্ন এলাকা এবং উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ, বসিরহাট আকাশপথে ঘুরে দেখেন।

পরে প্রধানমন্ত্রী বসিরহাটে প্রশাসনিক বৈঠকে এক হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ ও পুনর্গঠনের জন্য পশ্চিমবঙ্গকে এক হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। আমপানে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

বিমান থেকে নামছেন নরেন্দ্র মোদি

প্যাকেজের অঙ্ক এখনও স্পষ্ট নয়: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজের অঙ্কটা ঠিক কত, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এক হাজার কোটি টাকার প্যাকেজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ঠিকই, তবে এটাই সম্পূর্ণ প্যাকেজ, নাকি এটা অগ্রিম, তা স্পষ্ট নয়।

মমতা বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা অগ্রিম হতে পারে বলেও তিনি জানিয়েছেন। আমি বলেছি, আপনি কী দেবেন, আপনিই ঠিক করুন, আমরা আপনাদের বিশদ তথ্য জানিয়ে দেবো।’

আজ (শুক্রবার) সকাল পৌনে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান কোলকাতা বিমানবন্দরে নামে। তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ ও অন্যরা উপস্থিত ছিলেন। কোলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য যান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।