অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কোলকাতার অসম ভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদান
https://parstoday.ir/bn/news/india-i84019-অসমে_মাদ্রাসা_বন্ধের_সিদ্ধান্তের_প্রতিবাদে_কোলকাতার_অসম_ভবন_ঘেরাও_ও_স্মারকলিপি_প্রদান
ভারতের বিজেপিশাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার অসম ভবন ঘেরাও করে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) সংগঠনটির সদস্য-সমর্থকরা ওই কর্মসূচিতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২০, ২০২০ ১৮:৪৬ Asia/Dhaka
  • অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কোলকাতার অসম ভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদান

ভারতের বিজেপিশাসিত অসমে সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার অসম ভবন ঘেরাও করে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) সংগঠনটির সদস্য-সমর্থকরা ওই কর্মসূচিতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সম্প্রতি অসমের শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের ৬১০ টি মাদ্রাসা বন্ধ করা হবে এবং সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি মাদ্রাসা বোর্ডও বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন। আগামী নভেম্বরে এব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান।

অসম সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার দুপুরে ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামানের নেতৃত্বে কোলকাতার অসম ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময়ে অসম সরকারের সরকারি মাদ্রাসা বন্ধের  সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগানে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। পরে তিন সদস্য সমন্বিত এক প্রতিনিধি দল অসম ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উদ্দেশ্যে লেখা স্মারকলিপি প্রদান করেন। এতে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলা হয় মুসলিমদের নিজেস্ব সংস্কৃতি সুরক্ষিত করতে কয়েকশো বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করে আসছে। মাদ্রাসা শিক্ষা এদেশের ঐতিহ্য ও অহংকার। স্মারকলিপিতে অন্যতম দাবির মধ্যে রয়েছে-  ‘মাদ্রাসা তুলে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে, মাদ্রাসা পরিচালনার জন্য স্বশাসিত বোর্ড অক্ষুণ্ণ রাখতে হবে এবং সাধারণ বিদ্যালয়ের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা সরকার অনুমোদিত মাদ্রাসাগুলোকে দিতে হবে।’

আজকের ওই কর্মসূচিতে সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ-সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, কোষাধ্যাক্ষ বাবর হোসেন, আলী আকবর, অনন্ত আচার্য, খলিল মল্লিক, আশরাফ আলী  মোল্লা, জিয়াউর রহমান গাইন, নাসির উদ্দিন ঘরামি, জসীম উদ্দিন, মুহাম্মাদ আহসানুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।