ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রতি ইরানিদের সংহতি ঘোষণা
(last modified Wed, 16 Feb 2022 13:39:27 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ১৯:৩৯ Asia/Dhaka
  • ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের কয়েক জন
    ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের কয়েক জন

ভারতের মুসলিম ছাত্রীদের হিজাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরানের ছাত্র সংগঠনগুলো। এই বিবৃতিতে ভারতের কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। ইরানের সব বড় সংগঠন এই বিবৃতিতে সই করেছে।

ইরানি ছাত্র-ছাত্রীদের এই বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জনগণ যখন শয়তানি শক্তির বিরুদ্ধে বিজয়ের অর্থাৎ ইসলামী বিপ্লব বার্ষিকী উদযাপন করছে ঠিক সে সময় ভারতীয় মুসলিম বোনেরা তাদের ন্যূনতম অধিকারের জন্য সংগ্রাম চালাচ্ছেন।

এতে আরও বলা হয়, ভারতের এক মুসলিম ছাত্রী 'আল্লাহু আকবার' ধ্বনি তুলে যে প্রতিবাদ জানিয়েছেন তাতে গোটা বিশ্বের মুসলমানেরা সমর্থন দিচ্ছেন।

গণতন্ত্রের নামে ইসলামের বিরোধিতার উগ্র মানসিকতার মোকাবেলায় সাহসিকতা প্রদর্শনের মাধ্যমে ভারতীয় ছাত্রী মুসকান গোটা মুসলিম বিশ্বে মুক্তির প্রতীকে পরিণত হয়েছেন বলে ইরানি সংগঠনগুলো মন্তব্য করেছে।

ইরানি ছাত্র-ছাত্রীরা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম ছাত্রীদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে ইরানের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।