দ্বিপক্ষীয় সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে ইরান এবং কাতারের গুরুত্বারোপ
(last modified Mon, 06 Jun 2022 09:28:44 GMT )
জুন ০৬, ২০২২ ১৫:২৮ Asia/Dhaka
  • মেহরাবিয়ান ও আল-কাবি
    মেহরাবিয়ান ও আল-কাবি

ইরান এবং কাতারের জ্বালানিমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ সহযোগিতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

কাতার সফররত ইরানের জ্বালানিমন্ত্রী আলি আকবার মেহরাবিয়ান আজ দোহায় সেদেশের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি'র সঙ্গে সাক্ষাতকালে ওই আগ্রহের কথা জানান।

বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেয়ার পাশাপাশি মেহরাবিয়ান দ্বিপক্ষীয় সহযোগিতার সক্ষমতাকে অত্যন্ত উপযুক্ত বলে মনে করেন। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সামর্থের ওপর নির্ভর করে বিদ্যমান বাধা-বিপত্তি দূর করার ওপরও জোর দেন। বিভিন্ন ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে মেহরাবিয়ান আরো বলেন: ইরান সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছে। বন্ধুপ্রতিম দেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আলি আকবর মেহরাবিয়ান ইরান-কাতার অর্থনৈতিক সহযোগিতার অষ্টম যৌথ বৈঠকে অংশ নিতে গতকাল দোহায় পৌঁছেছেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। কাতারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি তাঁর প্রতিনিধি দল নিয়ে দোহায় প্রবেশ করেন।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ