‘গঠনমূলক আলোচনার জন্য আমেরিকাকে আন্তরিক ও নমনীয় হতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i110128-গঠনমূলক_আলোচনার_জন্য_আমেরিকাকে_আন্তরিক_ও_নমনীয়_হতে_হবে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চাইলে আমেরিকাকে আন্তরিক ও নমনীয় আচরণ করতে হবে। গত এক বছরেরও বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে সে সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৫, ২০২২ ০৬:২৪ Asia/Dhaka
  • ‘গঠনমূলক আলোচনার জন্য আমেরিকাকে আন্তরিক ও নমনীয় হতে হবে’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চাইলে আমেরিকাকে আন্তরিক ও নমনীয় আচরণ করতে হবে। গত এক বছরেরও বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে সে সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান।

প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর গত মঙ্গল ও বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইউরোপের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে কোনো ফল পাওয়া যায়নি।

এর আগে এক বছর ধরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলে আসছিল তাতে ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ায় বেশ কিছু অগ্রগতি অর্জিত হলেও আমেরিকার অনমনীয় আচরণের কারণে সে আলোচনা স্থগিত রয়েছে।

ওমান অনেক সময় পশ্চিমা দেশগুলোর বার্তা ইরানের কাছে পৌঁছে দেয়ার কাজ করে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করলে আব্দুল্লাহিয়ান আরো বলেন, আমেরিকা যদি আলোচনায় আন্তরিক হয় তাহলে তাকে আগের অবস্থান থেকে সরে এসে নতুন প্রস্তাব পেশ করতে হবে; এতদিন যে একগুঁয়েমি দেখিয়েছে তা দিয়ে আলোচনায় অগ্রগতি অর্জন করা যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি করার ব্যাপারে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসায়িদি বলেন, তার দেশ চায় চলমান আলোচনায় ইরানের সঙ্গে পাশ্চাত্য একটি চুক্তিতে উপনীত হোক। ইরানের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি মাস্কাটের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।