ইরানে জাঁকজমকপূর্ণ গাদির দিবস পালিত
https://parstoday.ir/bn/news/iran-i110950-ইরানে_জাঁকজমকপূর্ণ_গাদির_দিবস_পালিত
ইরানের রাজধানী তেহরানে পালিত হলো জাঁকজমকপূর্ণ গাদির দিবস।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
জুলাই ২৪, ২০২২ ১৬:৫৩ Asia/Dhaka
  • ইরানে পালিত গাদির দিবস
    ইরানে পালিত গাদির দিবস

ইরানের রাজধানী তেহরানে পালিত হলো জাঁকজমকপূর্ণ গাদির দিবস।

প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র ইরানজুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে গাদির দিবস। তবে এবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক আকারে। দীর্ঘ ১০ কিলোমিটার ধরে ইরানের বিভিন্ন পেশার জনগণ অভিন্ন কর্মসূচি নিয়ে এ অনুষ্ঠান পালন করেছে। #