আইএইএ থেকে বিবৃতি প্রকাশ করে লাভ হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i113254-আইএইএ_থেকে_বিবৃতি_প্রকাশ_করে_লাভ_হবে_না_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে তার দেশের বিরুদ্ধে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো ফল পাওয়া যাবে না। তিনি গতকাল (বুধবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা প্রসঙ্গে কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৬:০৮ Asia/Dhaka
  • বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তার ইরানি সমকক্ষ আব্দুল্লাহিয়ান
    বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তার ইরানি সমকক্ষ আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে তার দেশের বিরুদ্ধে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো ফল পাওয়া যাবে না। তিনি গতকাল (বুধবার) ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা প্রসঙ্গে কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাশ্চাত্যের সঙ্গে এখন ইরানের চুক্তি স্বাক্ষরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আমেরিকার ওপর। মার্কিন সরকার বাস্তবদর্শী হয়ে নিজের রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলেই চুক্তি স্বাক্ষর করা সম্ভব। তিনি বলেন, আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে অগঠনমূলক বিবৃতি প্রকাশ করে কোনো কিছু অর্জন করতে পারবে না পাশ্চাত্য।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার থেকে আইএইএর বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠক শুরু হয়েছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোমবার বৈঠকের প্রথমদিনে দেয়া বক্তব্যে তেহরানের বিরুদ্ধে তার ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেন। গ্রোসি দাবি করেন, ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের যে অস্তিত্ব পাওয়া গেছে সে বিষয়ে তেহরান সুস্পষ্ট কোনো জবাব দেয়নি।  

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

গ্রোসির ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এ বিষয়ে জোর জল্পনা চলছে যে, এবারের বৈঠক থেকেও হয়তো ইরানের বিরুদ্ধে কোনো বিবৃতি প্রকাশ করা হবে। গত জুন মাসে আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠক থেকে ইরানের বিরুদ্ধে বাধ্যবাধকতাহীন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল।

এদিকে রাফায়েল গ্রোসির দাবির জবাব দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। তিনি বলেছেন, কথিত ওই তিন স্থানের ব্যাপারে ইরান আইএইএকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তিনি আরো বলেন, কয়েকটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়ার অর্থ কখনোই এই নয় যে, ওইসব স্থানে পারমাণবিক পদার্থের মজুদ ছিল।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।