মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে প্রধান অন্তরায় ইসরাইল: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i115938-মধ্যপ্রাচ্যকে_গণবিধ্বংসী_অস্ত্রমুক্ত_করার_পথে_প্রধান_অন্তরায়_ইসরাইল_ইরান
ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইহুদিবাদী ইসরাইল প্রধান বাধা সৃষ্টি করে রেখেছে এবং আমেরিকার অনুণ্ঠ সমর্থন এ কাজে তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৬, ২০২২ ০৭:৪০ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
    জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি

ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইহুদিবাদী ইসরাইল প্রধান বাধা সৃষ্টি করে রেখেছে এবং আমেরিকার অনুণ্ঠ সমর্থন এ কাজে তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

মধ্যপ্রাচ্যেকে পরমাণু অস্ত্রসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে গতকাল (মঙ্গলবার) ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।ইরাভানি তার দেশের ওপর ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের সময় ইরানে ভয়াবহ রাসায়নিক হামলার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ইহুদিবাদী ইসরাইলের কাছে নিশ্চিতভাবে পরমাণু ও রাসায়নিকসহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে।

ইরাভানি বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রের ধ্বংস চায়।ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিসহ এ ধরনের সব আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে প্রথমে এবং সর্বাগ্রে তার পরমাণু অস্ত্র ভাণ্ডারের বিষয়ে একটি স্বচ্ছ নীতি গ্রহণ করতে হবে এবং তথাকথিত কৌশলগত অস্পষ্টতা ত্যাগ করতে হবে। তেল আবিবকে এনপিটি চুক্তি সই করতে বাধ্য করতে হবে এবং এটির সকল পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শন নিশ্চিত করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।