পরস্পরের তেল ট্যাংকার ছেড়ে দিল ইরান ও গ্রিস
https://parstoday.ir/bn/news/iran-i115998-পরস্পরের_তেল_ট্যাংকার_ছেড়ে_দিল_ইরান_ও_গ্রিস
ইরানে আটক গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দেয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। গত এপ্রিলে গ্রিসের উপকূল থেকে এথেন্স একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করার পর মে মাসে পারস্য উপসাগরে নিজের পানিসীমা থেকে ওই দু’টি গ্রিক ট্যাংকার আটক করেছিল তেহরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৪:৪৫ Asia/Dhaka
  • গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে ইরান
    গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে ইরান

ইরানে আটক গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দেয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। গত এপ্রিলে গ্রিসের উপকূল থেকে এথেন্স একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করার পর মে মাসে পারস্য উপসাগরে নিজের পানিসীমা থেকে ওই দু’টি গ্রিক ট্যাংকার আটক করেছিল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দু’দেশের কর্মকর্তাদের মধ্যে এক সমঝোতা অনুযায়ী, বুধবার গ্রিসের দু’টি ট্যাংকার ইরানের পানিসীমা ত্যাগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রিসের দু’টি তেল ট্যাংকার ইরানের বন্দর ত্যাগ করার কয়েক ঘণ্টা আগে ইরানের তেল ট্যাংকারটি গ্রিসের বন্দর ত্যাগ করেছে।

গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজ ‘লানা’ আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। পরে আমেরিকার নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পরেই পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

বিষয়টিতে দু’দেশেরই বিচার বিভাগ হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত গ্রিস ও ইরানের মধ্যে ছয় মাসের আলোচনা ও দেন দরবার শেষে এই মর্মে সমঝোতা হয় যে, গ্রিস আগে ইরানের তেল ট্যাংকারটি ছেড়ে দেবে এবং বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর গ্রিসের ট্যাংকার দুটিও মুক্ত করবে ইরান।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৭