ব্রিটিশ সাংবাদিককে উচিত জবাব দিলেন ইরানি অধিনায়ক!
(last modified Sat, 19 Nov 2022 06:47:02 GMT )
নভেম্বর ১৯, ২০২২ ১২:৪৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক আলী রেজা জাহানবাখশ
    ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক আলী রেজা জাহানবাখশ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল দলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ব্রিটিশ গণমাধ্যম-এমন অভিযোগ করেছেন দলের অধিনায়ক আলী রেজা জাহানবাখশ।

 আগামীকাল থেকে কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে এবং এই আসরে বি গ্রুপে ২১ নভেম্বর ইরানের বিরুদ্ধে খেলবে ইংলিশ ফুটবল দল।

সোমবারের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আগে ব্রিটেনের গণমাধ্যম ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের বিরুদ্ধে দেশের ভেতরে সাম্প্রতিক প্রতিবাদ-সহিংসতার ব্যাপারে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে।

চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জাহানবাখশকে এ বিষয়ে প্রশ্ন করলে ইরানের এই মিডফিল্ডার ব্রিটিশ সাংবাদিককে থামিয়ে দিয়ে বলেন, “এ ধরনের প্রশ্ন বাদ দিয়ে ফুটবল সংশ্লিষ্ট প্রশ্ন করুন।”

ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহানবাখশ বলেন, "আমি ধারণা করছি আপনি ব্রিটিশ গণমাধ্যমের সাংবাদিক। সত্যি কথা বলতে কি, আমি নিশ্চিত যে, ইংল্যান্ড যদি আমাদের গ্রুপে না থাকতো তাহলে এই ধরনের প্রশ্ন আপনি করতেন না।"

জাহানবাখশ আরো বলেন, "আমরা গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ গণমাধ্যমের এই ধরনের আচরণ মোকাবেলা করছি, যেকোনো কারণেই হোক বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের গণমাধ্যম এভাবেই সংবাদের শিরোনাম করেছে।"

ইরানি অধিনায়ক জোর দিয়ে বলেন, তার দল কাতার বিশ্বকাপের খেলার দিকেই মনোযোগ দিচ্ছে, অন্য কিছু নয়। জাহানবাখশ সুস্পষ্ট করে বলেন, "আমি যা শিখেছি তা হলো সবসময় দলকে সম্মান করতে হবে, জার্সিকে সম্মান করতে হবে, তা যাই হোক না কেন।"

ইরানের এই খেলোয়াড় তিন বছর ব্রিটেনে খেলেছেন, এরপর তিনি ২০২১ সালের গ্রীষ্মে হল্যান্ডের ফাইয়েনুর্দ টিমে খেলতে যান।

ব্রিটিশ গণমাধ্যমকে লক্ষ্য করে ২৯ বছর বয়সী এই খেলোয়াড় বলেন, "এভাবে কথা বলা সহজ, মনস্তাত্ত্বিক খেলার জন্য এখানে ওখানে কি হচ্ছে তা নিয়ে কথা বলা যায়। কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি ম্যাচের ৪ দিন আগে আমরা বলছি যে, ইরানের জাতীয় দলের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তি ফুটবল ছাড়া অন্য কিছু ভাবছে না।"

চলতি সপ্তাহের প্রথম দিকে ইরানের ফুটবল কোচ কার্লোস কুইরোজের কাছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক সাংবাদিক জানতে চান- তিনি ইরানি ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে কেমন বোধ করছেন। এই প্রশ্ন নিয়ে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কার্লোস কুইরোজ বলেন,"এই প্রশ্নের জবাব দিলে আপনি আমাকে কত পরিমাণ অর্থ দেবেন, আপনি একটা বেসরকারি কোম্পানির লোক, বলুন, আপনি কত দেবেন? আপনি আপনার বসের সঙ্গে আলোচনা করুন এবং যদি আপনি ভালো অঙ্কের অর্থ দেন তাহলে ফুটবল বিশ্বকাপ শেষে আমি আপনার প্রশ্নের জবাব দেব।"

ইরানের জাতীয় ফুটবল দলের কোচ আরো বলেন, "আমি মনে করি ইংল্যান্ডে অভিবাসীদের সঙ্গে যা হচ্ছে আপনাকে তা নিয়ে ভাবা উচিত, যান সেগুলো নিয়ে ভাবুন।" #


পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ