বাজেট পেশ অধিবেশনে প্রেসিডেন্ট:
ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি
-
সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করা সত্ত্বেও ইরান অপরাজিত রয়েছে আর শত্রুরা ব্যর্থ হয়েছে। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন: মাহসা আমিনির মৃত্যুর অজুহাতে ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি যে নৈরাজ্য সংঘটিত হয়েছে ওই ঘটনায় শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ পেয়েছে। তারা ওই সুযোগে যদ্দুর সম্ভব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে।
মার্কিন নেতৃবৃন্দসহ ইউরোপের কোনো কোনো দেশ এবং তাদের মিডিয়াগুলোর পাশাপাশি পশ্চিমা মদদপুষ্ট কিছু ফার্সি মিডিয়াও একটি দু:খজনক ঘটনার অপব্যবহার করেছে। ইরানিদের অধিকারের প্রতি সমর্থনের শ্লোগান দিয়ে তারা মূলত জাতীয় নিরাপত্তা বিধ্বংসী নৈরাজ্য সৃষ্টিকারীদের মদদ দিয়েছে।

অপরদিকে ইরানের শান্তিপ্রিয় লক্ষ লক্ষ জনতা নৈরাজ্যকারীদের বিরুদ্ধে এবং সরকার ব্যবস্থার পক্ষে রাজপথে নেমে শ্লোগান দিয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, রায়িসি আজ পার্লামেন্টে বাজেট পেশ করতে এসে আরও বলেন: ইরানের বিরুদ্ধে শত্রুরা অর্থনৈতিক, রাজনৈতিক যুদ্ধসহ তাদের সকল হাতিয়ার ব্যবহার করেও ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন কমিশন ও সংস্থাকেও তারা তাদের মতো করে কাজে লাগিয়েছে ইরানের বিরুদ্ধে। তারপরও ইরান গর্বের সঙ্গে, সসম্মানে মাথা উঁচু করে আছে। তিনি বলেন, সর্বসাম্প্রতিক ষড়যন্ত্রেও শত্রুরা অতীতের মতোই যথারীতি অপমানিত হয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি আজ সংসদ প্রতিনিধিদের কাছে আসন্ন নববর্ষের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। তারপর আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেটের খসড়া মজলিসে শুরার স্পিকারের কাছে জমা দেন।
এটি রায়িসির প্রেসিডেন্টের মেয়াদের দ্বিতীয় বাজেট। অর্থমন্ত্রী সাইয়্যেদ আহসান খানদুজি ওই বাজেটকে মুদ্রাস্ফীতি বিরোধী এবং উৎপাদনমুখি বলে মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।