ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আকবারির ফাঁসির জন্য ব্রিটেন দায়ী
https://parstoday.ir/bn/news/iran-i118698-ইরানের_সাবেক_উপ_প্রতিরক্ষামন্ত্রী_আকবারির_ফাঁসির_জন্য_ব্রিটেন_দায়ী
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড ছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অপরাধযজ্ঞের প্রত্যক্ষ পরিণাম। শুক্রবার এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ সরকার আকবারির কাছ থেকে ইরানের সংবেদনশীল গোপন তথ্য পাওয়ার জন্য লালায়িত ছিল।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২১, ২০২৩ ০৯:৫২ Asia/Dhaka
  • গুপ্তচরবৃত্তির দায়ে গত শনিবার ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড  কার্যকর করা হয়।
    গুপ্তচরবৃত্তির দায়ে গত শনিবার ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, গুপ্তচরবৃত্তির দায়ে সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড ছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অপরাধযজ্ঞের প্রত্যক্ষ পরিণাম। শুক্রবার এক বিবৃতিতে গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ সরকার আকবারির কাছ থেকে ইরানের সংবেদনশীল গোপন তথ্য পাওয়ার জন্য লালায়িত ছিল।

ইরানের গোপন সামরিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি নিষেধাজ্ঞা অকার্যকর করার প্রক্রিয়া, ইরানের গুরুত্বপূর্ণ নিরাপত্তা, প্রতিরক্ষা ও রাজনৈতিক প্রতিষ্ঠানের গোপন তথ্য এবং মোহসেন ফাখরিজাদের মতো প্রখ্যাত বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য আকবারিকে চেপে ধরেছিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।

বিবৃতিতে বলা হয়, “এই গুপ্তচর [আকবারি] সাফল্য পাক আর না পাক রাষ্ট্রবিরোধী এসব তৎপরতা চালানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে।”

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আকবারির কিছু দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দেশদ্রোহী তৎপরতার নোংরা খেলায় জড়িয়ে ফেলে ব্রিটিশ সরকার। কাজেই আকবারির বিশ্বাসঘাতকতার দায় ব্রিটিশ সরকারকে নিতে হবে। ব্রিটিশ সরকার আকবারিকে তার রাষ্ট্রদ্রোহী তৎপরতার পুরস্কার হিসেবে তাকে পরিবারসহ ব্রিটেনের নাগরিকত্ব দিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড গত শনিবার কার্যকর করা হয়। বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আকবারিকে গ্রেফতারের পর তার আইনজীবীর উপস্থিতিতে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং অকাট্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২১