৩+৩ ফরম্যাটে আঞ্চলিক বৈঠকের স্বাগতিক হতে প্রস্তুত তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i119942-৩_৩_ফরম্যাটে_আঞ্চলিক_বৈঠকের_স্বাগতিক_হতে_প্রস্তুত_তেহরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য দক্ষিণ ককেশাস এবং তিন প্রতিবেশী দেশের মধ্যে ৩+৩ ফরম্যাটের বৈঠকে স্বাগতিক দেশ হতে প্রস্তুত ইরান। তেহরান সফররত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোর সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৮:৪৫ Asia/Dhaka
  • আলেকজান্ডার গ্রুশকো ও আমির আবদুল্লাহিয়ান
    আলেকজান্ডার গ্রুশকো ও আমির আবদুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য দক্ষিণ ককেশাস এবং তিন প্রতিবেশী দেশের মধ্যে ৩+৩ ফরম্যাটের বৈঠকে স্বাগতিক দেশ হতে প্রস্তুত ইরান। তেহরান সফররত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোর সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান।

এর আগেও আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দীর্ঘদিনের সংঘাত মীমাংসার জন্য মধ্যস্থতা করতে ইরান তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আমির আব্দুল্লাহিয়ান নতুন করে তিন যোগ তিন ফরম্যাটের যে কথা বলেছেন তাতে দক্ষিণ ককেশাস অঞ্চল থেকে অংশগ্রহণকারী দেশ হবে আজারবাইজান, আর্মেনিয়া এবং জর্জিয়া আর আঞ্চলিক তিন দেশ হবে রাশিয়া, তুরস্ক এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান। আঞ্চলিক সংকটে যে সমস্ত দেশ ভুক্তভোগী তাদের মধ্যে ইরান অন্যতম।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর গুরুত্ব তুলে ধরে। অন্যদিকে, গ্রুশকো দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দুই মিত্রের মধ্যে সহযোগিতা বাড়ানোর ধারণাকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরান ও রাশিয়াকে ঘনিষ্ঠ মিত্র বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।