পারস্য উপসাগরের নিরাপত্তায় বিদেশি শক্তির প্রয়োজন নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i123620-পারস্য_উপসাগরের_নিরাপত্তায়_বিদেশি_শক্তির_প্রয়োজন_নেই_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, ইরানসহ এই অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এখানে বাইরের শক্তির কোনো প্রয়োজন নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২৩ ১৫:৩৬ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন, ইরানসহ এই অঞ্চলের দেশগুলোই পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এখানে বাইরের শক্তির কোনো প্রয়োজন নেই।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আহওয়াজের দেজফুলে প্রতিরোধের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরানি জাতি শত্রুদের মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং শত্রুরা সাগরে ইরানি স্বার্থে আঘাত হানলে এর কঠোর জবাব দেওয়া হবে।

তিনি ইরাকের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময়ের নানা ঘটনা তুলে ধরে দেজফুল শহরের প্রতিরোধের প্রশংসা করেন।

তিনি বলেন, সে সময় সাদ্দাম বাহিনী ইরানিদের কাছে যেকোনো ফ্রন্টে পরাজিত হলেই প্রতিশোধ হিসেবে এই দেজফুল এলাকায় ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ করত। যুদ্ধের শুরুর দিকেই সেখানে ২০০ ক্ষেপণাস্ত্র ও ২০ হাজার বোমা ফেলা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার পরও সেখানকার জনগণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং যুদ্ধের মধ্যেও প্রতি সপ্তাহেই সেখানে জুমার নামাজে মানুষ অংশ নিতেন।

পার্সটুডে/এসএ/২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।