ইরানের সিরাজ প্রদেশে বেমো জাতীয় উদ্যানে জীববৈচিত্রের মনোরম দৃশ্য
আগস্ট ১৬, ২০২৩ ২১:৫১ Asia/Dhaka
ইরাানের বেমো জাতীয় উদ্যানটি দেশটির ফারস প্রদেশে এবং শিরাজ শহর থেকে ১০ কিলোমিটার দূরে ৪৮ হাজার হেক্টর এলাকা নিয়ে অবস্থিত। এই পার্কটিকে ফারস প্রদেশের চারটি প্রাকৃতিক এলাকার মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যা প্রায় ৫০ বছর ধরে সুরক্ষিত। ইরানি চিতাবাঘের সর্বোত্তম আবাসস্থল হিসেবে পরিচিত এই এলাকাটিতে কয়েক ডজন স্তন্যপায়ী প্রাণী এবং শত শত পাখি, সরীসৃপ এবং বিভিন্ন উদ্ভিদ প্রজাতির আবাসস্থল রয়েছে। #
পার্সটুডে/বাবুল আখতার/১৬
ট্যাগ