বন্দিবিনিময়: মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই ইরানির ভাষ্য
-
মুক্তিপ্রাপ্ত ইরানিকে তেহরানে ফুলেল শুভেচ্ছা
মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত পাঁচ ইরানির মধ্যে দুই ইরানি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ তাদের সঙ্গে অন্যায় আচরণ করেছে।
ভিত্তিহীন অভিযোগে ৮০০ দিন মার্কিন কারাগারে আটক ছিলেন রেজা সারহাঙ্গপুর। তিনি গতরাতে তেহরানে পৌঁছে বলেছেন, 'মার্কিন সরকার কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে আটক রেখেছিল। তারা অভিযোগ করেছে আমি নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে কাজ করেছি। কিন্তু কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তারা।'
তিনি আরও বলেন, মার্কিন সরকার ইরানি নাগরিকদের বিষয়ে বিদ্বেষমূলক নীতি অনুসরণ করছে। আমেরিকার মানবতাবিরোধী আচরণের বিষয়ে আন্তর্জাতিক সমাজও নিশ্চুপ রয়েছে।
মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আরেক ইরানির নাম মেহেরদাদ মুয়িন আনসারি। তিনি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষের আচরণ মোটেই ভালো ছিল না। ১১ মাস মার্কিন কারাগারে আটক থাকার সময় আকাশ দেখার সুযোগ হয়নি।
মার্কিন কারাগার থেকে মুক্তি পাওয়া পাঁচ ইরানি নাগরিকের মধ্যে দুজন ইরানে ফিরেছেন, একজন তৃতীয় একটি দেশে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন এবং বাকি দু'জন আমেরিকায় রয়েছেন।
ইরানের সঙ্গে বন্দিবিনিময়ের আওতায় আমেরিকা ঐ পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থ ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে ইরান আমেরিকার পাঁচ নাগরিককে মুক্তি দিয়েছে।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।