প্যারিস প্রস্তাব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন হানিয়া ও নাখালা
https://parstoday.ir/bn/news/iran-i134018-প্যারিস_প্রস্তাব_নিয়ে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_কথা_বললেন_হানিয়া_ও_নাখালা
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে প্যারিস বৈঠকে আমেরিকা, ইসরাইল, মিশর ও কাতার যে প্রস্তাব তৈরি করেছে সে ব্যাপারে ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ নেতার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, একমাত্র ফিলিস্তিনি জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ করার অধিকার রাখে, অন্য কেউ নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৫:০৭ Asia/Dhaka
  • প্যারিস প্রস্তাব নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন হানিয়া ও নাখালা

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে প্যারিস বৈঠকে আমেরিকা, ইসরাইল, মিশর ও কাতার যে প্রস্তাব তৈরি করেছে সে ব্যাপারে ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদ নেতার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, একমাত্র ফিলিস্তিনি জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ করার অধিকার রাখে, অন্য কেউ নয়।

আমির-আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার রাতে হামাস নেতা ইসমাইল হানিয়া ও জিহাদ নেতা জিয়াদ আন-নাখালার সঙ্গে আলাদা আলাদাভাবে টেলিফোনে কথা বলেন।

গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে আমেরিকা, ইসরাইল, মিশর ও কাতারের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেন এবং খসড়াটি মিশর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া প্রস্তাবটি নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে কায়রো সফরে গেলেও এখনও মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা তা জানা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইসমাইল হানিয়া গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন প্রতিরোধের একটি চিত্র তুলে ধরেন এবং যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব দেয়া হয়েছে তা নিয়ে কথা বলেন।  হামাস নেতা বলেন, যেকোনো ইস্যুতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য বজায় রয়েছে এবং তারা ফিলিস্তিনি জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করেই কেবল যেকোনো প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করবে।

হানিয়ার সঙ্গে ফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান গাজা যুদ্ধের ব্যাপারে তার সাম্প্রতিক আন্তর্জাতিক যোগাযোগ তুলে ধরে বলেন, মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার জন্য গাজার বাস্তুহারা নিরীহ মানুষগুলোর ওপর ইহুদিবাদীদের আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ মানুষের গত চার মাসের প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি ভূমির প্রকৃত মালিক ফিলিস্তিনি জনগণ। কাজেই তাদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার একমাত্র তাদের রয়েছে; অন্য কারো নয়।

ইসলামি জিহাদ নেতার সঙ্গে ফোনালাপ

এদিকে ইসলামি জিহাদ নেতা জিয়াদ আন-নাখালার সঙ্গে এক ফোনালাপে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, সেখানে অবাধে মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে হবে এবং ফিলিস্তিনিদের জোর করে গাজা থেকে তাড়িয়ে দেয়া যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি সেনাদের চরম পাশবিক আগ্রাসন সত্ত্বেও চার মাস ধরে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ গড়ে তুলেছে তা নিয়ে গোটা মুসলিম উম্মাহ, প্রতিটি স্বাধীনতাকামী মানুষ ও মানবতা গর্ব করতে পারে।

ফোনালাপে ফিলিস্তিনি জাতির মুক্তি সংগ্রামের প্রতি সবাত্মক সমর্থন জানানোয় ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, চলমান সংঘাতে ফিলিস্তিনি জনগণের বিজয় অবশ্যম্ভাবী এবং ফিলিস্তিনি জাতির দাবি মেনে নেয়া ছাড়া দখলদার ইহুদিবাদীদের সামনে অন্য কোনো পথ নেই।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।