সর্বোচ্চ নেতার মন্তব্য
বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের তৎপরতা ইসলামী বিপ্লব দ্বারা অনুপ্রাণিত
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী যে তৎপরতা চলছে তা ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে অনুপ্রাণিত। ফিলিস্তিনিদের পক্ষে চলমান তৎপরতার ভুয়ঁসি প্রশংসা করেন সর্বোচ্চ নেতা।
তেহরান প্রদেশে ইরানের ১২ হাজার শহীদের স্মরণে আয়োজিত এক সমাবেশে সর্বোচ্চ নেতা একথা বলেন। গত ১৫ মে তিনি এ বক্তব্য দেন এবং তার ওই বক্তব্যের বিস্তারিত প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। ইরানের বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) মাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ নেতা আট বছরের পবিত্র প্রতিরোধ যুদ্ধে ইরানি যোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকার ব্যাপক প্রশংসা করে বলেন, তারা পবিত্র প্রতিরক্ষার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভেতরে ও বাইরে প্রতিরোধ এবং সহনশীলতার বার্তা পৌঁছে দিয়েছিল।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আজকে সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে যে স্লোগান এবং অবস্থান দেখা যাচ্ছে, এই একই স্লোগান ও অবস্থান ছিল মরহুম ইমাম খোমেনীর মধ্যে। তার সেই স্লোগান এবং অবস্থান ধারণ করেছিল ইরানের জনগণ।
আমেরিকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে তার প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশ নিবর্তনমূলক পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, ইরানের ভেতরে দীর্ঘ সময় ধরে আমেরিকা যে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে আসছে তা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের তরুণরা লড়াই করার যে আগ্রহ প্রকাশ করে আসছে তা বিশেষভাবে প্রশংসার দাবিদার। তিনি বলেন, এই তরুণ প্রজন্ম ইমাম খোমেনীকে দেখেনি এবং পবিত্র প্রতিরক্ষা যুদ্ধেরও অভিজ্ঞতা নেই। অথচ, তারাই শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করেছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২৭