রোমে ইরান-মার্কিন আলোচনা: এক্স ইউজারদের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i148660-রোমে_ইরান_মার্কিন_আলোচনা_এক্স_ইউজারদের_প্রতিক্রিয়া
পার্সটুডে-১৯ এপ্রিল ২০২৫ তারিখে ইতালির রাজধানী রোমে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু বিষয়ক দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৫ ১৬:২১ Asia/Dhaka
  • ডানে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। বামে: পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটকফ
    ডানে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। বামে: পশ্চিম এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ হুইটকফ

পার্সটুডে-১৯ এপ্রিল ২০২৫ তারিখে ইতালির রাজধানী রোমে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু বিষয়ক দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, রোমে ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা উত্তেজনা হ্রাস করা এবং মতপার্থক্য নিরসনের লক্ষ্যে একটি কূটনৈতিক প্রচেষ্টা। তারা এই আলোচনাকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার আদায় করা এবং অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে। পার্সটুডে আরও জানিয়েছে, আলী নামে একজন এক্স নেটওয়ার্ক ইউজার এ বিষয়ে লিখেছেন: রোমের আলোচনায় দেখা গেছে যে ইরান আলোচনার টেবিলে স্বীয় মর্যাদায় বসে আছে। পারমাণবিক অধিকার আমাদের রেড-লাইন! আমেরিকাকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, অন্যথায় কোনও চুক্তি হবে না।

রহমতুল্লাহ বিগদালি নামে আরেকজন এক্স ব্যবহারকারীও একটি টুইটে ইরান-মার্কিন দ্বিতীয় দফা আলোচনার কথা উল্লেখ করে বলেছেন: জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য তৈরিতে সর্বোচ্চ নেতৃত্বের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। যখন সরকার কাঠামোর সকল স্তম্ভ এই পথে একমত হয় এবং জনগণ ঐক্যবদ্ধ ও আনন্দিত হয়, তখন এর অর্থ হল সরকার ব্যবস্থা, জাতি এবং দেশ সঠিক পথে রয়েছে।

জাভেদ নামে আরেকজন ব্যবহারকারী লিখেছেন: রোম আলোচনায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দেখিয়ে দিয়েছে যে তাদের শক্তি আমাদের পরাস্ত করার জন্য যথেষ্ট নয়। আমরা শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখব এবং নিষেধাজ্ঞাগুলো নিষ্ক্রিয় করে দেব।

নাজি নামের আরেকজন ফার্সিভাষী ইউজার লিখেছেন: রোম আলোচনা ইরানের সম্মানের একটি মঞ্চ! আমাদের সকলেরই আমাদের আলোচক দলকে সমর্থন করা উচিত। অন্ধ আশাবাদ বা বিশুদ্ধ হতাশাবাদ নয়। পারমাণবিক শক্তি আমাদের অধিকার এবং আমি আশা করি এই অধিকার দৃঢ়ভাবে রক্ষা করা হবে।

ইয়াসির অগয়ি লিখেছেন: ইরানের সাথে আলোচনায় আমেরিকান প্রতিনিধিদলের প্রধান স্টিভ হুইটকফ এবং তার সঙ্গী দলের পক্ষ থেকে কোনও কঠোর অবস্থান পরিলক্ষিত হয় নি। এই দৃষ্টিভঙ্গি ইরান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারী অবস্থান এবং হুমকি ধমকিপূর্ণ অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন।

আহমেদ জেইদাবাদীও 'সন্দেহজনক বিলম্ব!'শিরোনামে টুইট করেছেন। তিনি লিখেছেন: রোমে ইসলামি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সাথে দ্বিতীয় দফা আলোচনার পরিবেশ সম্পর্কে আমেরিকার কর্মকর্তারা এখনও কোনও মন্তব্য করেন নি। তাদের বিলম্ব কিছুটা সন্দেহজনক, তবে তৃতীয় দফা আলোচনার সময়সূচি নির্ধারণ করার ঘটনা ভবিষ্যতের জন্য আশার ইঙ্গিত দেয়।

মাহদি আলিয়রি আরও বলেন: রোম আলোচনা ইরানের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার অংশ মাত্র। অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে, ইরানের প্রতিনিধি হিসেবে আলোচক দলকে সমর্থন করতে হবে। ইরান বিচ্ছিন্ন নয়, এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আমাদের রেড-লাইন।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।