'সাম্রাজ্যবাদ মোকাবেলার উপায় হল এ বিষয়ে সতর্ক থাকা ও যুদ্ধের প্রস্তুতি রাখা'
https://parstoday.ir/bn/news/iran-i152404-'সাম্রাজ্যবাদ_মোকাবেলার_উপায়_হল_এ_বিষয়ে_সতর্ক_থাকা_ও_যুদ্ধের_প্রস্তুতি_রাখা'
পার্সটুডে-ইরানের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র) সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশেষ করে মার্কিন সরকারের মোকাবেলায় সব সময় সতর্ক থাকার ও সব সামর্থ্য, শক্তি ও বক্তব্যকে এই শক্তির বিরুদ্ধে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতেন।
(last modified 2025-09-27T14:32:14+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১৯:৫২ Asia/Dhaka
  • ইরানের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র)
    ইরানের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র)

পার্সটুডে-ইরানের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র) সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশেষ করে মার্কিন সরকারের মোকাবেলায় সব সময় সতর্ক থাকার ও সব সামর্থ্য, শক্তি ও বক্তব্যকে এই শক্তির বিরুদ্ধে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতেন।

ইসলামী ইরানের নেতৃবৃন্দ ও জাতিকে এ সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, আপনারা এমন এক শক্তির মুখোমুখি যদি কখনও একটুও অবহেলা বা অসতর্কতা ঘটে তাহলে আপনাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তাই কখনও অসচেতন হবেন না। কখনও অসতর্ক না থাকা অর্থ এটা যে আপনার সব শক্তি ও যত ফরিয়াদ আছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ঝাড়ুন। প্রয়োগ ও প্রদর্শন করার মত যা কিছু আছে সবই এর বিরুদ্ধে করুন। আপনার শক্তিগুলোকে সুসজ্জিত করুন।  

পরাশক্তির বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা

ইমাম খোমেনী (রহ.) লেবাননের হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলের উদ্দেশে দেয়া ভাষণেও উল্লেখ করেছিলেন: যখন ইরানি জনগণ অনুভব করেছিল যে তাদের শাহ এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, তখন তারা প্রতিরোধ করেছিল এবং ২,৫০০ বছরের পুরনো রাজতন্ত্রকে চূর্ণ ও ধ্বংস করেছিল। ইরানে এটি একটি অলৌকিক ঘটনা ছিল। এবং আমাদের এই শিক্ষাটি ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের অবশ্যই পরাশক্তিদের প্রতিরোধ করতে হবে।

প্রয়োজনীয় যুদ্ধ প্রস্তুতি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহান প্রতিষ্ঠাতা ইরানী জাতির উদ্দেশ্যে তাঁর এক বার্তায় জোর দিয়ে বলেছেন: ঝড় ও ফেতনার ঢেউ ভেঙে নস্যাত করতে এবং দুর্যোগের বন্যা প্রতিরোধ করার জন্য আমাদের ধৈর্য ও বিশ্বাসের ইস্পাত-কঠিন অস্ত্রে সজ্জিত হতে হবে। যে জাতি মুহাম্মদ (সা.)-এর খাঁটি ইসলামের পথ অনুসরণ করে এবং অহংকার, অর্থ-পূজা, লোভ-লালসা ও ধর্মত্যাগের বিরোধিতা করে, তাদের অবশ্যই তাদের সকল সদস্যকে বাসিজ বা স্বেচ্ছাসেবী কর্মী হতে হবে এবং প্রয়োজনীয় সামরিক ও প্রতিরক্ষামূলক কৌশল সম্পর্কে জানতে হবে, কারণ বিপদের সময়ে, একটি জাতি গর্বিত ও চিরন্তন হয় যখন তাদের বেশিরভাগেরই প্রয়োজনীয় যুদ্ধ প্রস্তুতি থাকে।

শয়তানদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় ইচ্ছাশক্তি

ইমাম খোমেনী (রহ.) অন্য একটি বার্তায় আরও বলেছিলেন: বিশ্বের মুক্ত মানুষ সর্বদা পরাশক্তিগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে অপরাধী আমেরিকা, এবং যতক্ষণ না তারা বিশ্বব্যাপী অবিশ্বাস, বহু খোদায়িত্ববাদ এবং আধিপত্যবাদী আমেরিকার মুখোমুখি হওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করবে, ততক্ষণ তারা প্রতিদিন একটি নতুন অপরাধ প্রত্যক্ষ করবে। ইরানের সম্মানিত জনগণের মনে রাখা উচিত যে আজ হল সেই সমস্ত শয়তানের বিরুদ্ধে লড়াই ও সংগ্রামের দিন, যারা বিশ্বের সমস্ত খালি পায়ের মানুষের বৈধ অধিকারকে বিলাসিতা এবং অস্ত্র অর্জনের বেদিতে বিসর্জন দেয় যাতে চিরকাল ক্ষুধার্তদের বিশ্বকে তারা শাসন করতে পারে। #

পার্স টুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।