জাতিসংঘের পর্যবেক্ষক সিরিয়ায় উত্তেজনা বাড়াবে: শামখানি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
সিরিয়ার আলেপ্পো শহরে জাতিসংঘের পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে তার সমালোচনা করেছে ইরান। তেহরান বলেছে, এর ফলে সিরিয়ায় উত্তেজনা বাড়বে।
আলেপ্পো থেকে বিদেশি মদদপুষ্ট জঙ্গি ও বেসামরিক লোকজন সরিয়ে নেয়ার কাজ তদারকির জন্য শহরটিতে অবিলম্বে জাতিসংঘের পর্যবেক্ষক দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে সোমবার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়।
এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, প্রস্তাবটিতে সিরিয়ার জনগণের অবস্থা তুলে ধরা হয়নি। সেইসঙ্গে এতে সিরিয়া সরকারের ভূমিকা স্পষ্ট না করায় এটি সংকট সমাধানে সহায়তা করবে না বরং উল্টো উত্তেজনা বাড়াবে। এ প্রস্তাবে শুধুমাত্র জঙ্গিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শামখানি বলেন, সন্ত্রাসবাদের সমর্থক পশ্চিমা দেশগুলো সব সময় সব স্থানে যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গিদের শক্তিশালী করার চেষ্টা করেছে। তিনি সন্ত্রাসীদের প্রতি সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।
বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের কাছ থেকে আলেপ্পো শহর মুক্ত করায় সিরিয়ার সেনাবাহিনীকে অভিনন্দন জানান ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এ বিজয় সন্ত্রাসবাদের প্রতি সমর্থক প্রতিটি দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২