ত্রিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করতে সম্মত ইরান, রাশিয়া, আজারবাইজান
https://parstoday.ir/bn/news/iran-i48089-ত্রিপক্ষীয়_সহযোগিতা_শক্তিশালী_করতে_সম্মত_ইরান_রাশিয়া_আজারবাইজান
ইরান, রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টরা পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করতে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ০২, ২০১৭ ০৯:০০ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে তিন প্রেসিডেন্ট; বাম থেকে পুতিন, রুহানি ও আলিয়েভ
    যৌথ সংবাদ সম্মেলনে তিন প্রেসিডেন্ট; বাম থেকে পুতিন, রুহানি ও আলিয়েভ

ইরান, রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টরা পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করতে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠক শেষে তিন প্রেসিডেন্ট যৌথ বিবৃতিতে বলেন, নর্থ-সাউথ ইন্টারন্যাশনাল করিডরের মাধ্যমে ইউরোপ ও এশিয়ার মধ্যে সহজতর যোগাযোগ স্থাপন করতে  চায় ইরান, রাশিয়া ও আজারবাইজান।

এই তিন দেশ বিশেষ করে পণ্য পরিবহনের লক্ষ্যে নিজেদের মধ্যে একটি বিশেষ রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যার নাম দেয়া হয়েছে নর্থ-সাউথ ইন্টারন্যাশনাল করিডর।  

বিবৃতিতে বলা হয়, তেল ও গ্যাস শিল্পে প্রতিবেশী তিন দেশ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। পাশাপাশি বিবৃতিতে ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে সব পক্ষকে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

যৌথ সংবাদ সম্মেলন

পরে ত্রিপক্ষীয় সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বৈঠকে তিন দেশের মধ্যে ব্যাংকিং লেনদেন সহজতর করার ব্যাপারে আলোচনা হয়েছে। সেইসঙ্গে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ব্যবহারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের ওপর তাগিদ দেয়া হয়েছে। 

যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ার চলমান সংঘাতের অবসান ঘটাতে যে শান্তি প্রক্রিয়া চলছে তা ইতিবাচক গতিতে এগিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২