সৌদি আরবের জন্য ভিয়েতনাম হয়ে গেছে ইয়েমেন: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50151-সৌদি_আরবের_জন্য_ভিয়েতনাম_হয়ে_গেছে_ইয়েমেন_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ইয়েমেন এখন সৌদি আরবের জন্য ভিয়েতনাম হয়ে গেছে। ১৯৭০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অস্ত্রে সজ্জিত আমেরিকা যে লজ্জাজনক পরিণতি বরণ করেছিল সেই একই পরিণতি সৌদি আরবের জন্যও অপেক্ষা করছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৭ ১৮:২৫ Asia/Dhaka
  • ড. আলী আকবর বেলায়েতি
    ড. আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ইয়েমেন এখন সৌদি আরবের জন্য ভিয়েতনাম হয়ে গেছে। ১৯৭০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অস্ত্রে সজ্জিত আমেরিকা যে লজ্জাজনক পরিণতি বরণ করেছিল সেই একই পরিণতি সৌদি আরবের জন্যও অপেক্ষা করছে।

ড. বেলায়েতি বলেন, ইয়েমেনের যোদ্ধাদের কাছে ইরান অস্ত্র দিচ্ছে বলে আমেরিকা যে দাবি করছে তা সঠিক নয়। মার্কিন মিত্রদের পরাজয়কে যৌক্তিক করে তেলার জন্য আমেরিকা এ মনগড়া অভিযোগ করছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এসব কথা বলেছেন।

ইয়েমেনে সৌদি আরবের বর্বর হামলা

তিনি বলেন, যখন রাজতান্ত্রিক সৌদি সরকার বাজেট ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত তখন ইয়েমেনে এই যুদ্ধ শুরু করেছে এবং পরিস্থিতি সামাল দিতে না পেরে রাজপরিবারের বহুসংখ্যক প্রিন্স ও মন্ত্রীকে আটক করে তাদের কাছ থেকে জোর করে অর্থ আদায় করতে হচ্ছে। কিন্তু এই ধরপাকড়ের ঘটনাকে দুর্নীতি-বিরোধী অভিযান বলে চালাচ্ছে সৌদি সরকার।

ড. বেলায়েতি বলেন, সৌদি আরব আমেরিকার চেয়ে শক্তিশালী নয় আবার ইয়েমেন তৎকালীন ভিয়েতনামের চেয়ে দুর্বল নয়। ফলে শেষ পর্যন্ত এ যুদ্ধে ইয়েমেনের যোদ্ধারা বিজয়ী হবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১