সফরে এসে ইরানের অবস্থান বুঝে গেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i54023-সফরে_এসে_ইরানের_অবস্থান_বুঝে_গেছেন_ফরাসি_পররাষ্ট্রমন্ত্রী_বেলায়েতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসে এটা বুঝে গেছেন যে ইরানিরা কোনোভাবেই জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৮:৪৭ Asia/Dhaka
  • আলী আকবর বেলায়েতি
    আলী আকবর বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসে এটা বুঝে গেছেন যে ইরানিরা কোনোভাবেই জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, যারা প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে চায় তাদের জেনে রাখা উচিত ইরানি জাতি ও সরকার তাদের চাপের কাছে নতিস্বীকার করবে না। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়টি বুঝে গেছেন।  

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ গতকাল (সোমবার) তেহরান সফর করেছেন। তেহরানে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে বৈঠক করেছেন।

এ সময় দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬