ইরানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর; প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i59014-ইরানে_উদযাপিত_হচ্ছে_ঈদুল_ফিতর_প্রধান_ঈদ_জামায়াত_অনুষ্ঠিত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদেশের মুমিন মুসলমানরা এক মাসের সিয়াম সাধনার পর উৎসবের আমেজে ঈদের খুশি ভাগাভাগি করছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ১৫, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka
  • ঈদের নামাজের ইমামতি করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী; তাঁর ঠিক পেছনে পেছনে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি (সাদা পাগড়ি)
    ঈদের নামাজের ইমামতি করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী; তাঁর ঠিক পেছনে পেছনে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি (সাদা পাগড়ি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদেশের মুমিন মুসলমানরা এক মাসের সিয়াম সাধনার পর উৎসবের আমেজে ঈদের খুশি ভাগাভাগি করছেন।

রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.) ঈদগাহ ময়দানে ইরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এ নামাজের ইমামতি করেন।

ঈদুল ফিতরের নামাজের পর খুতবা দিচ্ছেন সর্বোচ্চ নেতা

এ ছাড়া, তেহরানের প্রতিটি এলাকার বড় মসজিদগুলোর পাশাপাশি নির্ধারিত ঈদগাহ ময়দানগুলোতে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার ও জনগণের প্রতি পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন ইরানি মহিলারা 

গতকাল (বৃহস্পতিবার) মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের কাছে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বানও জানিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫