জার্মানিতে ইরানি কূটনীতিক আটকের প্রতিক্রিয়ায় যা বললেন জারিফ
-
মোহাম্মাদ জাওয়াদ জারিফ
কথিত বোমা হামলার পরিকল্পনার দায়ে জার্মানিতে একজন ইরানি কূটনীতিককে আটকের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানির ইউরোপ সফর ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে কূটনীতিক আটকের নাটক সাজানো হয়েছে।
জারিফ আরো বলেছেন, তার দেশ বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরোধী।
ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেকিন গোষ্ঠী শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তাদের বার্ষিক সম্মেলন করে। প্রকাশ্যে একটি জঙ্গি গোষ্ঠীকে সম্মেলন করার অনুমতি দিয়ে ফ্রান্স সরকার সন্ত্রাসবাদের ব্যাপারে নিজের দ্বৈত চেহারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
ওই সম্মেলনে বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামের পুলিশ শনিবার সেদেশের দুই নাগরিককে আটক করে। বেলজিয়ামের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, ওই পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিযুক্ত একজন ইরানি কূটনীতিককে জার্মানিতে আটক করা হয়েছে।

এ সম্পর্কে এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ লিখেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানি যখন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল নিয়ে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া সফরে গেছেন তখন ইরানি কূটনীতিক আটকের এ নাটক সাজানো হয়েছে।
তিনি বলেন, পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার লক্ষ্যে প্রেসিডেন্ট রুহানির চলতি ইউরোপ সফরকে ব্যর্থ করে দেয়ার জন্য এ সমঝোতার বিরোধীরা এই নাটক সাজিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইউরোপের দু’টি দেশ সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া সফরের উদ্দেশ্যে সোমবার তেহরান ত্যাগ করেন। পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা ও চুক্তি সইয়ের বেশিরভাগ অনুষ্ঠান এই দুই দেশে সম্পন্ন হয়েছে। রুহানির চলতি সফরে পরমাণু সমঝোতার ভবিষ্যত নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩