আইএস-কে এখন আফগানিস্তান ও আফ্রিকায় পাঠানো হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i60072-আইএস_কে_এখন_আফগানিস্তান_ও_আফ্রিকায়_পাঠানো_হচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফরেন পলিসি স্ট্র্যাটিজিক কাউন্সিলের প্রধান সাইয়্যেদ কামাল খাররাজি বলেছেন, সিরিয়া ও ইরাকে পরাজিত সন্ত্রাসীদেরকে তাদের মদদপুষ্টরা এখন আফগানিস্তান ও উত্তর আফ্রিকায় পাঠাচ্ছে। আজ (রোববার) চীনের রাজধানী বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামের সপ্তম বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka
  • কামাল খাররাজি
    কামাল খাররাজি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফরেন পলিসি স্ট্র্যাটিজিক কাউন্সিলের প্রধান সাইয়্যেদ কামাল খাররাজি বলেছেন, সিরিয়া ও ইরাকে পরাজিত সন্ত্রাসীদেরকে তাদের মদদপুষ্টরা এখন আফগানিস্তান ও উত্তর আফ্রিকায় পাঠাচ্ছে। আজ (রোববার) চীনের রাজধানী বেইজিংয়ে ওয়ার্ল্ড পিস ফোরামের সপ্তম বৈঠকে তিনি এ কথা বলেন।

কামাল খাররাজি আরও বলেছেন, ইরাক, সিরিয়া, ইরান ও লেবাননের যোদ্ধাদের পাশাপাশি অন্য স্বেচ্ছাসেবীদের আত্মত্যাগের মধ্যদিয়ে দায়েশ বা আইএসের পতন ঘটেছে। তবে চিন্তাধারা শেষ হয়ে যায় নি। 

তিনি বলেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশলে চীন, রাশিয়া ও ইরানকে হুমকি হিসেবে গণ্য করা হয়েছে। কাজেই মার্কিন মদদে দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়বে। এ বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে। 

ইরানের ফরেন পলিসি স্ট্র্যাটিজিক কাউন্সিলের প্রধান সাইয়্যেদ কামাল খাররাজি আরও বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চিন্তা-দর্শনের উৎস হচ্ছে ওহাবিজম। আর এই ওহাবিজমের প্রচার চালায় সৌদি আরব। #

পার্সটুডে/এসএ/১৫