ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান
-
সীমান্তে দায়িত্ব পালন করছেন ইরানের সীমান্তরক্ষীরা (ফাইল ছবি)
পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের অবিলম্বে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। গতকাল (মঙ্গলবার) পাকিস্তানভিত্তিক জঙ্গিরা সিস্তান ও বালুচিস্তান প্রদেশ থেকে একদল ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বাহরাম কাসেমি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, অবিলম্বে ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করতে পাকিস্তান প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে তেহরান আশা করছে।
এর আগে মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত ইরানের মিরজাভে শহর থেকে অস্ত্রের মুখে ইরানি সীমান্তরক্ষীদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ঠিক কতোজন ইরানি সৈন্য অপহৃত হয়েছেন তা আইআরজিসি জানিায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইরানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অপহৃত সীমান্তরক্ষীর সংখ্যা ১৪ এবং তাদেরকে মঙ্গলবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অপহরণ করা হয়।
পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এক টুইটার বার্তায় অপহরণের দায়িত্ব স্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাসেমি জানান, এ ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। পাকিস্তানি রাষ্ট্রদূত ইরানি সীমান্তরক্ষীদের অপহরণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, অপহৃতদের উদ্ধারে ইসলামাবাদ কি কি ব্যবস্থা নিচ্ছে তা তিনি যতশীঘ্র সম্ভব তেহরানকে জানাবেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭