নিজের দায় ইরানের ঘাড়ে চাপাতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i66298-নিজের_দায়_ইরানের_ঘাড়ে_চাপাতে_চায়_আমেরিকা_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার এমন সময় ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে যখন সে নিজেই এই প্রস্তাব লঙ্ঘন করেছে এবং যেসব দেশ এটি মেনে চলবে তাদেরকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৮ ০৭:২৮ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার এমন সময় ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে যখন সে নিজেই এই প্রস্তাব লঙ্ঘন করেছে এবং যেসব দেশ এটি মেনে চলবে তাদেরকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে।

ইরান মধ্যম-পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করার পর জারিফ এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে আমেরিকা ভণ্ডামি করছে বলেও অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কল্পজগতকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবে রূপ দেয়ার চেষ্টা করছে।  

মাইক পম্পেও

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, বিশ্বের সব দেশ ইরানের পরমাণু সমঝোতা মেনে চলতে বাধ্য হলেও গত মে মাসে আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজেরই ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।

অথচ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এখন এটি লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছেন যদিও নিরাপত্তা পরিষদের প্রস্তাবটিতে ইরানের পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে; ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩