ইরান সম্পর্কে ইসরাইলের কুস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i66561-ইরান_সম্পর্কে_ইসরাইলের_কুস্বপ্ন_কখনো_বাস্তবায়িত_হবে_না_তেহরান
ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, ইরান সম্পর্কে ইসরাইলের কুস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ০৬:৫৬ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, ইরান সম্পর্কে ইসরাইলের কুস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার এক বক্তব্যে বলেন, ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হলে ইরানের অভ্যন্তরের হামলা চালাবে তেল আবিব। তার এ বক্তব্যর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি একথা বলেন।

বেনিয়ামিন নেতানিয়াহু

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এ ‘ধৃষ্টতাপূর্ণ ও লজ্জাকর’ উক্তি একটি বৃহৎ দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি হিসেবে গ্রহণ করেছে তেহরান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে এ ব্যাপারে অবশ্যই অভিযোগ জানানো হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, তার দেশের সামরিক সক্ষমতা এতটা শক্তিশালী যে, তা দিয়ে নেতানিয়াহুর মতো ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের চিরতরে নিস্তব্ধ করে দেয়া সম্ভব। তিনি বলেন, আগ্রাসন ও দখলদারিত্বের মাধ্যমে যে অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছে তার পক্ষেই কেবল এ ধরনের আগ্রাসী প্রলাপ শোভা পায়।

মধ্যপ্রাচ্যে চলমান সব ধরনের যুদ্ধ, সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে কাসেমি বলেন, ইরান এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪