পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপের গড়িমসি: ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69594-পরমাণু_সমঝোতা_বাস্তবায়নে_ইউরোপের_গড়িমসি_ক্ষুব্ধ_প্রতিক্রিয়া_জানালেন_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১৯:১৫ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন থেকে অনেক দূরে রয়েছে ইউরোপ। ইরান তাদের অপেক্ষায় বসে থাকবে এমনটি ভাবা ঠিক নয়।

তিনি বলেন, ইউরোপীয়রা ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা 'ইনসটেক্স' চালুর মাধ্যমে একটি প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।  তবে গত সপ্তাহে ইরানেও একই ধরণের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে লেনদেন প্রক্রিয়া চালুর ক্ষেত্রে বিলম্ব করার আর কোনো অজুহাত ইউরোপীয়দের কাছে রইলো না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য থেকে বোঝা যায়, ইউরোপ পরমাণু সমঝোতা বাস্তবায়ন থেকে এখনো বহু দূরে রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এটা দেখানোর চেষ্টা করে যে তারা মার্কিন নীতির সঙ্গে একমত নয় কিন্তু এখন পর্যন্ত তারা চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এর আগে যদিও দাবি করেছিলেন, ইরান ইস্যুতে প্যারিস আমেরিকার সঙ্গে একমত নয় কিন্তু পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব এবং দেশটির ক্ষেপণাস্ত্রের ব্যাপারে আমেরিকার সঙ্গে তারা একমত।

ইরানের আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুর রেজা ফারজি রাদ ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী নীতির ব্যাপারে বলেছেন, আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে এখন ইউরোপও পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব এবং দেশটির ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের কথা বলছে। তারা ইরানকে কোনো ধরণের সুবিধা দেবে কিনা তার জন্য এখন ইরানকে পরীক্ষার মধ্যে রেখেছে।

পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপ এবারও ভুল পথে পা বাড়িয়েছে। কারণ পরমাণু বিষয়ে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। শান্তিপূর্ণ পরমাণু কিংবা ক্ষেপণাস্ত্র বিষয়ে ফ্রান্সসহ ইউরোপের যেকোনো দেশ যদি আমেরিকার সঙ্গে সূর মিলিয়ে চলে তাহলে ইরানও এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে। তেহরানে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ফিলিপ থিয়েবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে ইরান তার কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে। ফরাসি নতুন রাষ্ট্রদূত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র দেয়ার মাত্র কয়েক ঘন্টা পর তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হল। ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরভ্‌ড সম্প্রতি দাবি করেছেন, ২০২৫ সালে ইরানের পরমাণু সমঝোতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখবে না। তার ওই বক্তব্যের প্রতিবাদে তেহরানে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়।

যাইহোক, বর্তমান অবস্থায় পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইউরোপের কাছ থেকে খুব একটা আশাবাদী হওয়া যায় না। ইরানের সর্বোচ্চ নেতা ফার্সি নববর্ষ উপলক্ষে এক ভাষণে বলেছেন, পাশ্চাত্যের অতীত আচরণের অভিজ্ঞতার আলোকে বলা যায় তাদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও পিঠে ছুরি মারা ছাড়া আর কিছুই আশা করা যায় না। তাদের কাছ থেকে আন্তরিকতা ও সহযোগিতা পাওয়ার আশাই করা যায় না। #       

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৫