শিগগিরি উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেনছে, তিনি শিগগিরি উত্তর কোরিয়া সফর করবেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন। অবশ্য, কবে তিনি উত্তর কোরিয়া সফর করবেন তা পরিষ্কার করেন নি।
জারিফ বলেন, মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিপজ্জনক নীতি গ্রহণ করেছেন তার জন্য একটি গ্রুপ দায়ী। এই গ্রুপে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান রয়েছেন বলে ইঙ্গিত দেন।
জারিফ আরো বলেন, নেতানিয়াহুর কারণেই ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কারে তালিকাভুক্ত করেছেন।
এর পাশাপাশি জারিফ সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালকের প্রতি আমেরিকার সমর্থনের কথাও উল্লেখ করেন এ সাক্ষাৎকারে।#
পার্সটুডে/এসআইবি/২৮