ইসলামাবাদ সফরে পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে যেসব কথা বললেন জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i70663-ইসলামাবাদ_সফরে_পাকিস্তানের_শীর্ষ_নেতাদের_সঙ্গে_যেসব_কথা_বললেন_জারিফ
পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এ সফরে ওয়াশিংটনের ইরান-বিদ্বেষী পদক্ষেপ মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে বলেন, “আমেরিকার বলদর্পিতা ও আধিপত্যকামিতা মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।”
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৫, ২০১৯ ০৪:৫৭ Asia/Dhaka
  • ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ

পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, এ সফরে ওয়াশিংটনের ইরান-বিদ্বেষী পদক্ষেপ মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে বলেন, “আমেরিকার বলদর্পিতা ও আধিপত্যকামিতা মোকাবিলা করার উপায় নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।”

মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও জাতীয় সংসদ স্পিকার আসাদ কায়সারের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাতের পর এ মন্তব্য করেন।

পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুই কর্মকর্তা ইরান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফ

জারিফের সঙ্গে সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যাগুলো সমাধান করার আগ্রহ প্রকাশ করেন। সেইসঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পাকিস্তানের মধ্যে জ্বালানী সহযোগিতা শক্তিশালী করার বিষয়েও কথা বলেন।

পাক সেনাপ্রধানের সঙ্গে জারিফের সাক্ষাৎ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, পাকিস্তানের জাতীয় সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাতে মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের গোয়াদর বন্দরের সঙ্গে ইরানের চবাহার সমুদ্রবন্দরের সংযোগ স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

পাক সংসদ স্পিকারের সঙ্গে জারিফের সাক্ষাৎ

শুক্রবারের এসব বৈঠকের পর জারিফ সাংবাদিক সম্মেলনে বলেন, এ অঞ্চলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা প্রতিষ্ঠা নিয়ে পাক কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। বিশেষ করে আমেরিকার ফিলিস্তিন বিষয়ক কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ যাতে বাস্তবায়িত হতে না পারে সেজন্য মুসলিম দেশগুলোকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৫